ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে তাবলিগ জামাতের ৩৬ জনের করোনা ভাইরাস শনাক্ত

প্রকাশিত: ০২:৩৯, ৩১ মার্চ ২০২০

পাকিস্তানে তাবলিগ জামাতের ৩৬ জনের করোনা ভাইরাস শনাক্ত

অনলাইন ডেস্ক ॥ পাকিস্তানের হায়দারাবাদে তাবলিগ জামাতের ৩৬ সদস্যের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে দেশটির সিন্ধু প্রদেশের কর্তৃপক্ষ জানিয়েছে। আক্রান্তরা সবাই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছে বলে নিশ্চিত করেছে তারা, জানিয়েছে ডন। এ নিয়ে হায়দারাবাদ শহরে কোভিড-১৯ আক্রান্ত মোট ৪৩ জন শনাক্ত হল বলে সিন্ধুর স্বাস্থ্য ও জনকল্যাণ মন্ত্রণালয়ের গণমাধ্যম সমন্বয়ক মীরন ইউসুফ জানিয়েছেন। ইউসুফ জানান, সিন্ধুতে করাচির পর তাবলিগ জামাতের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র নূর মসজিদ থেকেই এ ৩৬ জনের খোঁজ মিলেছে। মসজিদটিতে আসা একটি দলের চীনা বংশোদ্ভূত ১৯ বছর বয়সী একজনের শরীরে শুক্রবার করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর প্রাথমিকভাবে মসজিদটিতেই তাবলিগ জামাতের শ’দুয়েক সদস্যকে কোয়ারেন্টিন করে রাখা হয়েছিল। এরপর কর্তৃপক্ষ মসজিদটিতে থাকা সবার নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠায়। স্থানীয় পুলিশের উপমহাপরিদর্শক নাইম শেখ ডনকে জানান, হায়দারাবাদ রেঞ্জে তাবলিগ জামাতের মোট ৮৩০ জন সদস্যের মধ্যে ২৩৪ জন নূর মসজিদ কেন্দ্রিক। রবিবার তাদের নমুনা নেয়ার পর প্রথমে ৯০ জনকে শুকুর এলাকার লেবার কলোনির কোয়ারেন্টিন সুবিধা সম্বলিত বিভিন্ন ফ্ল্যাটে স্থানান্তর করে সিন্ধুর স্বাস্থ্য কর্তৃপক্ষ, পরে আরও প্রায় ৭০ জনকে রাজপুতানা হাসপাতালে নেওয়া হয়। করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় সিন্ধুর বাসিন্দারা আতঙ্কিত হয়ে আছেন। নিজেদের এবং পরিবারের সদস্যদের রক্ষায় তারা সব ধরনের সতর্কতামূলক পদক্ষেপ মেনে চলছেন বলে জানিয়েছে ডন। কোভিড-১৯ নিয়ে উদ্বেগের মধ্যে বিভিন্ন মসজিদে তাবালিগ জামাতের সদস্যদের উপস্থিতি স্থানীয়দের অস্বস্তিতে ফেলছে। গত ১১ থেকে ১৫ মার্চ লাহোরের কাছে তাবলিগ জামাতের এক জমায়েতে অংশ নেওয়া সিন্ধুর কয়েকজনের দেহে করোনা ভাইরাস ধরা পড়ার পর থেকে তারা আরও আতঙ্কিত হয়ে আছেন। এর মধ্যে হায়দারাবাদে কাসিমাবাদের সেহরিশ নগর এলাকার বাসিন্দারা স্থানীয় মক্কি মসজিদে তাবলিগ জামাতের সদস্যদের উপস্থিতি টের পেয়ে পুলিশে খবর দেয়। কর্তৃপক্ষ পরে ওই সদস্যদের মসজিদের আঙ্গিনার ভেতরই আটকে রাখে এবং মসজিদটিকেই কোয়ারেন্টিন সেন্টার হিসেবে ব্যবহার শুরু করে। সিন্ধুর স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, পাঞ্জাবে রাইওয়ান্দ ইজতেমায় গিয়ে সংক্রমণে আক্রান্ত দুই ব্যক্তি সোমবার করাচিতে মারা গেছেন। পাকিস্তানে করোনা ভাইরাসের ব্যাপক সংক্রমণের মধ্যেও রাইওয়ান্দের ওই ইজতেমা নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হয়েছিল। পাঞ্জাব প্রদেশের কর্মকর্তারা বলছেন, তারা কোভিড-১৯ এর হুমকি বিষয়ে জানিয়ে ইজতেমা স্থগিতে বেশ কয়েকবার ‘আবেদন’ জানালেও আয়োজকরা তা আমলে নেননি। সিন্ধুতে এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত ৬২৭ জনকে শনাক্ত করা হয়েছে, যাদের ২৩৬ জনই স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন বলে পাকিস্তানের দক্ষিণপূর্বাঞ্চলীয় এ প্রদেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। ডনের তথ্যানুযায়ী, মঙ্গলবার দুপুর পর্যন্ত পাকিস্তানে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৮৭০ জন ছিল, মৃত্যু হয়েছে অন্তত ২৪ জনের এবং সুস্থ হয়েছেন ৫৮ জন।
×