ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল পত্নীর খাদ্যসামগ্রী বিতরণ

প্রকাশিত: ০৬:১৪, ৩০ মার্চ ২০২০

জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল পত্নীর খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ করোনা ভাইরাস পরিস্থিতিতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক খেলোয়াড় হবিগঞ্জের কৃতিসন্তান শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরের বাসিন্দা নাজমুল হোসেনের পত্নী সমাজসেবিকা এনি লস্কর শতাধিক অসহায় লোকজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। ৩০ মার্চ দুপুরে শায়েস্তাগঞ্জ উপজেলার নূরপুরসহ তার আশপাশ এলাকার অসহায় লোকজনের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে তেল, চাল, ডাল ও আলু বিতরণ করা হয়। এসব বিতরণকালে নাজমুল হোসেনসহ এলাকার মুরুব্বীয়ানরা উপস্থিত ছিলেন। এনি লস্কর বলেন, অসহায় মানুষের সেবায় মনে তৃপ্তি পাওয়া যায়। অল্পতেই অসহায় মানুষদের খুশি করা সম্ভব। তাদের লোভ নেই। তাদের কাছে গিয়ে খাদ্যসামগ্রী দিতে পেরেছি। তারা খুশি হয়েছেন। বিষয়টি আমার কাছে ভাল লেগেছে। আমার বাবা চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্করও জীবনের শুরু থেকে তৃণমূল মানুষের কল্যাণে কাজ করছেন। এনি লস্করের স্বামী জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাজমুল হোসেন বলেন, মানুষের কল্যাণে কাজ করতে হবে। নিজ নিজ স্থান থেকে চেষ্টা করা মানুষের উপকার করা। এনি এ কাজটি নিজ চেষ্টা করায় আমি গর্বিত।
×