ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের প্রস্তাব করেছে বিএমবিএ

প্রকাশিত: ০৯:২২, ২৯ মার্চ ২০২০

অপ্রদর্শিত অর্থ শেয়ারবাজারে বিনিয়োগের প্রস্তাব করেছে বিএমবিএ

অর্থনৈতিক রিপোর্টার ॥ আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেটে পুঁজিবাজারে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের প্রস্তাবসহ ৬ প্রস্তাব দিয়েছে মার্চেন্ট ব্যাংকগুলোর সংগঠন বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএমবিএ)। সম্প্রতি বিএমবিএ’র পক্ষ থেকে বাজেট প্রস্তাবটি এনবিআর’র কাছে জমা দেয়া হয়েছে। বিএমবিএ’র বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, বিগত কয়েক মাস ধরে করোনা আতঙ্কে সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব বিস্তার করছে। বাংলাদেশেও সেটি আরও স্পট হয়ে উঠছে। তাই বর্তমান প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক মূলধারার বাইরে প্রচুর অর্থ আছে, যা মূলধারায় যুক্ত করা গেলে জনজীবন তথা সার্বিক অর্থনীতির গতিশীলতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ অর্থ মূলধারায় যুক্ত না হলে তা অপব্যবহার বা পাচার হতে পারে। ফলে এ অপ্রদর্শিত অর্থ স্বল্প কর দিয়ে পুঁজিবাজারের মাধ্যমে অর্থনীতির মূলধারায় যুক্ত করা গেলে, জনজীবন তথা অর্থনীতি সর্বত্রই উন্নতি ঘটবে। এক্ষেত্রে মূলধারার বাইরে থাকা বা অপ্রদর্শিত অর্থ কমপক্ষে তিন বছর বিনিয়োগের শর্তে এবং সাড়ে ৭ শতাংশ হারে কর প্রদান সাপেক্ষে পুঁজিবাজারে বিনিয়োগের সুযোগ দেয়া যেতে পারে। পুঁজিবাজারের উন্নয়নে আসন্ন ২০২০-২১ অর্থবছরের বাজেটে তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে কর্পোরেট কর হার ২৫ থেকে কমিয়ে ২০ শতাংশ নির্ধারণের সুপারিশ করা হয়েছে। বর্তমানে ব্যাংক বীমা, আর্থিক প্রতিষ্ঠান, টেলিকম, টোব্যাকো ইত্যাদি খাত ছাড়া তালিকাভুক্ত কোম্পানির কর হার ২৫ শতাংশ এবং অ-তালিকাভুক্ত কোম্পানির কর হার ৩৫ শতাংশ। এছাড়া তালিকাভুক্ত কোম্পানির ক্ষেত্রে ভ্যাট হার ৫ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়েছে। লেনদেনের ওপর আগের হারে কর হার শূন্য ১৫ শতাংশ কর্তনের সুপারিশ করেছে বিএমবিএ। বর্তমানে পুঁজিবাজারের প্রতিটি লেনদেনের ওপর দশমিক ৫ শতাংশ হারে কর কর্তন করা হয়। আগে এ হার ছিল দশমিক ০১৫ শতাংশ। আর বর্তমানে লভ্যাংশ দেয়ার সময় ১০ থেকে ১৫ শতাংশ হারে অগ্রিম কর কর্তন করা হয়। পরে লভ্যাংশ গ্রহিতার ব্যক্তিগত আয়কর রিটার্নের সময় এর ওপর আবার প্রযোজ্য হারে কর দিতে হয়। এক্ষেত্রে অগ্রিম করকে চূড়ান্ত কর হিসেবে বিবেচনার সুপারিশ করেছে বিএমবিএ। বর্তমানে মার্চেন্ট ব্যাংকগুলোকে ৩৭ দশমিক ৫ শতাংশ, ব্রোকারেজ হাউসগুলোকে ৩৫ শতাংশ ও সম্পদ ব্যবস্থাপক কোম্পানিগুলোকে ১৫ শতাংশ হারে কর দিতে হয়। বিএমবিএ বলছে, বাজার মধ্যস্থতাকারী তিনটি প্রতিষ্ঠানের কর হারে সমতা থাকা উচিত। সংগঠনটি মার্চেন্ট ব্যাংকের ক্ষেত্রে কর হার ২৫ শতাংশ নির্ধারণের সুপারিশ করেছে।
×