ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈশ্বরদী ইপিজেড বন্ধের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশিত: ০৬:৫৯, ২৮ মার্চ ২০২০

ঈশ্বরদী ইপিজেড বন্ধের দাবীতে শ্রমিকদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদী ॥ শনিবার বিকেলে করোনা ভাইরাস এর আক্রমন থেকে শ্রমিকদের মুক্ত রাখতে দ্রুত ঈশ্বরদী ইপিজেড বন্ধের দাবীতে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করেছেন। বিক্ষোভকালে শ্রমিকরা অভিযোগ করে বলেন,সারাদেশের সব মিল কারখানা ও সরকারী বেসরকারি অফিস বন্ধ করা হলেও ঈশ্বরদী ইপিজেড চালু রাখা হয়েছে। ইপিজেডের হেয়ার স্টালা কোম্পানির এক হাজার শ্রমিক কাজ বন্ধ করে বিক্ষোভে অংশ নেয়। এ সময় তারা ইপিজেড বন্ধের জন্য বিভিন্ন শ্লোগান দেয়। জানা যায়, করোনা ভাইরাসের কারণে ঈশ্বরদী ইপিজেডের কয়েকটি কোম্পানি বন্ধ ঘোষণা করে তাদের সমস্ত শ্রমিকদের ছুটি দিলেও বেশ কয়েকটি কোম্পানি এখনো তাদের কারখানা চালু রেখে শ্রমিকদের কাজ করাতে বাধ্য করছে। রাস্তায় কোন যানবাহন চলাচল না করায় শ্রমিকরা ইপিজেডে কাজ করতে যেতে বাধার সম্মুখীন হচ্ছেন। এছাড়া শ্রমিকরা একসাথে কাজ করাতে করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে ঈশ্বরদী ইপিজেডের বেশ কয়েকজন শ্রমিক জানায়, করোনা আতঙ্কের মাঝেও এখনো উইন্টার ফ্যাশান, তিয়ানী, এমজিএল, হেয়ার স্টীলা, নাকানো কোম্পানী ইপিজেডে তাদের কারখানা চালু রেখেছে। অন্যদিকে রহিম আফরোজ, তোয়া, এবা, রুলিং বিডি, রেনেসা নামক কোম্পানি ইতিমধ্যেই বন্ধ ঘোষণা করে শ্রমিকদের ছুটি দিয়েছে। শ্রমিকরা জানায়, মহামারী করোনা ভাইরাসের ভয়াল থাবা থেকে শ্রমিকদের জীবন বাঁচাতে অতি দ্রুত ঈশ্বরদী ইপিজেডের চালু রাখা সব কারখানা বন্ধ ঘোষণা করে তাদের রক্ষা করা না হলে আগামীতে তারা আরও বৃহৎ আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।
×