ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাউফলে করোনায় আক্রান্ত সন্দেহে এক যুবককে বরিশালে আইসোলেশনে

প্রকাশিত: ২২:৫১, ২৫ মার্চ ২০২০

বাউফলে করোনায় আক্রান্ত সন্দেহে এক যুবককে বরিশালে আইসোলেশনে

নিজস্ব সংবাদদাতা, বাউফল ॥ বাউফলে করোনায় আক্রান্ত সন্দেহে ২৫ বছরের এক যুবককে মঙ্গলবার রাত ১০টায় বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসোলেশনে পাঠানো হয়েছে। ওই যুবকের বাড়ি বাউফলের নাজিরপুর ইউনিয়নের নিমদি গ্রামে। তিনি গত ৬ দিন আগে ঢাকা থেকে বাড়ি আসেন। এর পর তিনি গয়ে জ্বর, কাশি ও মাথা ব্যথার আক্রান্ত হন। সোমবার সকালে ওই অবস্থায় তিনি দাশপাড়া শ্বশুর বাড়ি বেড়াতে যান। সেখানে তিনি অসুস্থ হয়ে পরলে মঙ্গলবার সকালে তাকে বাউফল হাসপাতালে নিয়ে আসা হয়। সংশ্লিষ্ট চিকিৎক ডাঃ আক্তারুজ্জামান জানান, ওই যুবককে সকালে হাসপাতালে আসার পর তাকে দেখে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ামত মনে হয়েছে। ওই সময় তার গায়ে ১০৩ জ্বর ছিল। সাথে কাশি, প্রচন্ড মাথা ব্যথা ও শ্বাস কষ্ট ছিল। তাকে ওই সময়ই বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফাড করা হলেও তিনি যাননি। পরে বিষয়টি জানা জানি হয়ে প্রশাসনের চাপে পরে রাত ১০ টায় স্বজনরা তাকে বরিশালের নিয়ে যান। বাউফল থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান বলে,‘ ওই যুবকে চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়েছে এবং তার পরিবারের সকল সদস্যদের কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।
×