ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোয়ারেন্টাইন না মানায় সীতাকুন্ডে যুবককে জরিমানা

প্রকাশিত: ০১:৪৯, ২০ মার্চ ২০২০

কোয়ারেন্টাইন না মানায় সীতাকুন্ডে যুবককে জরিমানা

নিজস্ব সংবাদদাতা, সীতাকুন্ড(চট্টগ্রাম) ॥ চট্টগ্রামের সীতাকুন্ডে কোয়ারেন্টাইন না মানায় সৌদি ফেরত এক যুবক(৪৭)কে বিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার সময় উপজেলার ভাটিয়ারি ৬নং ওয়ার্ড বিএম গেইটের পশ্চিম পাশে জানে আলম মুন্সীর বাড়িতে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নিবাহী ম্যাজিট্র্রেট মিল্টন রায়। সোদি ফেরত যুবক গত ৯মার্চ আসার পর থেকে হোম কোয়ারেন্টাইনে না থেকে বাড়ির বাহিরে ও বাজারে ঘুরাফিরা করতো বলে স্থানীয়রা জানান। বৃহস্পতিবার পর্যন্ত উপজেলা করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির তথ্য মতে চৌদ্দ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারিন্টানে রাখা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নুর উদ্দিন। এদিকে আইসোলেশনের জন্য দুটি বিদ্যালয়কে নির্ধারন করা হয়েছে। বিদ্যালয় দুটি হলো উপজেলার কুমিরা আবাসিক উচ্চ বিদ্যালয় ও সীতাকু- সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়। ইতিমধ্যে আইসোলেশনের জন্য নির্ধারিত কেন্দ্র দুটি পরিদর্শন করেছেন করোনা ভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায় এবং সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নুর উদ্দিনসহ স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি দল। জানা যায়, নিবার্হী ম্যাজিট্রেট সঙ্গীয় পুলিশ ফোর্সসহ উপজেলার ভাটিয়ারি ৬নং ওয়ার্ড এলাকার জানে আলম মুন্সীর বাড়ির এক সোদি ফেরত কোয়ারেন্টাইন অমান্য করার স্থানীয়দের তথ্যর ভিত্তিতে বিশ হাজার টাকা জরিমানা করেন এবং হোম কোয়ারিন্টানে থাকার জন্য নির্দেশ প্রদান করেন। এরপর বাঁশবাড়িয়া বিচে অভিযান পরিচালনা করেন। পাশাপাশি ভাটিয়ারি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি মাহফিল বন্ধ করার জন্য স্থানীয় ইউপি চেয়ারম্যানকে নির্দেশ প্রদান করেন। একইভাবে সলিমপুর ইউনিয়নের ওভারব্রীজ ফকিরহাট বাংলাবাজার এলাকায় ইতালী ফেরত দুইজনকে হোম কোয়ারেন্টানে থাকার জন্য বাধ্য করেন। । একইভাবে একই এলাকার এক আমেরিকা ফেরত প্রবাসিকে হোম কোয়ারিন্টাইনে থাকার অনুরোধ জানান এবং না থাকলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশনা প্রদান করেন। এসব বিষয়ে জানতে চাইলে সীতাকুন্ড উপজেলা নিবার্হী কর্মকর্তা মিল্টন রায় বলেন,‘হোম কোয়ারিন্টাইন অমান্য করায় সোদি ফেরত একজনকে বিশ হাজার টাকা জরিমানা করাসহ কোয়ারিন্টাইনে থাকাদের প্রতিরোধে পরামর্শমূলক নির্দেশনা প্রদান করি। আইসোলেশনের জন্য আমরা দুটি স্থান নির্ধারন করেছি। দেশ ও দশের স্বার্থে আমাদের এসকল অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।”
×