ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলাপাড়ায় সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিত: ০৪:৫৭, ২৯ ফেব্রুয়ারি ২০২০

কলাপাড়ায় সশস্ত্র সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, পটুয়াখালী ॥ ধুলাসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহাবুবুর রহমানের মাছের ঘেরে ৪০-৫০ জনের সশস্ত্র সন্ত্রাসী হামলায় তিনিসহ তার দুই ছেলেকে কুপিয়ে জখম করার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামী তরিকুলসহ অন্যান্য সন্ত্রাসী গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাহাবুবুর রহমান। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পরে কাউয়ার চরে তার মাছের ঘেরে অতর্কিত হামলা চালায় এমপি মহিব্বুর রহমানের ব্যক্তিগত সহকারী তরিকুল ইসলামের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী। কুপিয়ে জখম করা হয় তার ছেলে নুরবাহাদুরসহ অপর দুই ছেলেকে। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার সময় ফের হামলা করা হয়। এসময় তাকেও মারধর করা হয়। গুরুতর জখম নুর বাহাদুরের হাতের রগ কেটে দেয়ার দাবি মাহাবুবুর রহমানের। একটি চোখে গুরুতর জখম হয়েছে। এ ঘটনায় মহিপুর থানায় একটি মামলা দায়ের করলে পুলিশ একজনকে গ্রেফতার করে। কিন্তু বর্তমানে প্রধান আসামি তরিকুলসহ অন্যান্যরা প্রকাশ্যে ঘুরছে। নানা মাধ্যমে ভয়-ভীতি দেখানো হচ্ছে। মাহাবুবুর রহমান বলেন, ‘আমিসহ আমার সন্তানরা চার দলীয় জোট সরকারের সময় সকল নির্যাতন নিপীড়ন সহ্য করে আওয়ামী লীগ করেছি। কিন্তু এখন আমার দল ক্ষমতায় থাকলেও গোটা পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছি। উপার্জন বন্ধের শঙ্কায় দিন কাটাচ্ছি।’ তিনি প্রধানমন্ত্রীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। তিনি দাবি করেন, এ যেন তৃণমূলের আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র। এসময় মাহাবুবুর রহমানের ছোট ভাই মসিউর রহমান উপস্থিত ছিলেন।
×