ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিক্ষা আমাদের অধিকার অর্থ দিবে শেখ হাসিনা সরকার : জাকির হোসেন

প্রকাশিত: ০৭:০১, ২৭ ফেব্রুয়ারি ২০২০

শিক্ষা আমাদের অধিকার অর্থ দিবে শেখ হাসিনা সরকার :  জাকির হোসেন

সংবাদদাতা, নান্দাইল, ময়মনসিংহ ॥ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, শিক্ষা আমাদের অধিকার। আর এই শিক্ষা গ্রহণের জন্য সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করতে অর্থ দিবে শেখ হাসিনা সরকার। বর্তমান সরকার শতভাগ শিক্ষার্থীর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে যুগোপযোগী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি বলেন, বছরের প্রথম দিন দেশের সব শিক্ষার্থীর হাতে নতুন পাঠ্য বই উপহার দেওয়া সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণেই। আজ বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহের নান্দাইল উপজেলার শহিদ স্মৃতি আদর্শ কলেজের মাঠে এক মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বিশ্ব ব্যাংক বলেছে আমাদের ছেলে মেয়েরা নাকি ইংরেজি বলতে পারে না। আমাদের ইংরেজি বিষয়ে দক্ষ করার জন্য আমরা ব্রিটেন থেকে সাদা চামড়া এনে বাংলাদেশের শিক্ষকদের প্রশিক্ষণ দিব। যাতে তাঁরা আমাদের বাচ্চাদের ভালো ভাবে শিক্ষা দিতে পারে। এছাড়া শিক্ষকদের জটিলতা নিয়ে তিনি বলেন, আমি এই মন্ত্রনালয়ে এসে দেখেছি মাত্র তিন মাস শিক্ষকরা বদলি হতে পারে। এই তিন মাস বদলির কারনে যেই অবস্থার সৃষ্টি হয় তাতে হিমশিম খেতে হয়। আমরা সারা বছর শিক্ষকদের বদলির ব্যবস্থ করবো। তিনি বলেন, প্রাথমিক শিক্ষার্থীদের বিষয়ে প্রধানমন্ত্রী বিশেষ আন্তরিক। তিনি প্রাথমিক শিক্ষার্থীরা যাতে পুষ্টিহীনতায় না ভোগে সেজন্য পুষ্টিকর খাবারের ব্যবস্থা করেছেন। বছরের প্রথম দিন বিনামূল্যে সবার হাতে নতুন বই তুলে দিয়েছেন। উপবৃত্তির ব্যবস্থা করেছেন। পোষাকের ব্যবস্থা করেছেন। এর আগে দুপুর সাড়ে ১২টার দিকে প্রতিমন্ত্রী চামারুল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সেখানে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পাঠদান পর্যবেক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করেন। বিকাল ৫টার দিকে তিনি নান্দাইল উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মত বিনিময় করেন। মা সমাবেশে নাজমা বেগম ও তাসলিমা আক্তার নামে দুই জন অভিভাবক মা বক্তব্য রাখেন। এসময় তাঁরা বলেন, আমাদের সন্তানরা সকালে ধর্মীয় শিক্ষা গ্রহণ করার জন্য মক্তবে যায়। সেখান থেকে ফিরে প্রস্ততি নিয়ে সময়ের অভাবে অনেক সময় না খেয়ে বিদ্যালয়ে যেতে হয়। তাঁরা মন্ত্রী জাকির হোসেনের কারছে দাবি করেন বিদ্যালয়ের সময় সূচি নয়টার পরিবর্তে ১০টায় করার জন্য। নান্দাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আলী সিদ্দিকের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ফসিউল্লাহ, ময়মনসিংহ বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালক আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শফিউল হক প্রমূখ।
×