ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আটঘরিয়ায় সংযোগ সড়কহীন ৫ কোটির ব্রিজে জনদুর্ভোগ

প্রকাশিত: ০৬:১০, ১১ ফেব্রুয়ারি ২০২০

আটঘরিয়ায় সংযোগ সড়কহীন ৫ কোটির ব্রিজে জনদুর্ভোগ

নিজস্ব সংবাদদাতা,পাবনা ॥ আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের রত্নাই নদীর উপর ৫ কোটি ৫ লাখ টাকায় ২ বছর পুর্বে ব্রিজ নির্মিত হলেও সংযোগ সড়ক অভাবে মানুষ নানা দুর্ভোগের মধ্য দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। জানা গেছে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলাকার মানুষের যাতায়াত সুবিধায় আটঘড়িয়া উপজেলার সুজাপুর-কদমতলীহাট রাস্তায় রত্নাই নদীর উপর ৯৬.২০ মিটার পিসি গাডার ব্রিজ প্রায় ২ বছর আগে নির্মাণ করে । ঠিকাদার ব্রিজের দু’পাশে সংযোগ সড়ক না করায় ১৫টি গ্রামের হাজার হাজার মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছে। জানা যায় একদন্ত ইউনিয়নের অধিবাসীদের এই ব্রিজ পার হয়ে আটঘরিয়া-চাটমোহর উ্পজেলাসহ বিভিন্ন এলাকায় যাতাযাত করতে হয়। ব্রিজটিতে সংযোগ সড়ক নির্মাণ না করায় সবচে’সমস্যায় পড়েছে স্কুলগামী শিশু শিক্ষার্থীরা। এই ব্রিজ দিয়ে কদমতলী মহিলা মাদ্রাসা, ফৈলজানা উচ্চ বিদ্যালয় ও সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিশু শিক্ষার্থীদের প্রতিদিন যাতায়াত করতে হয় । সংযোগ সড়ক ছাড়া বর্তমানে নুতন নির্মিত ব্রিজটিতে সরু বাঁশের মাচাল পেতে যাতায়াত করতে হচ্ছে। আর এ সরু বাঁশের মাচাল দিয়ে একা একা ব্রিজ পার হয়ে স্কুলে যাতায়াত শিক্ষার্থীদের দু:সাধ্য হওয়ায় অভিভাবকদেরকেই প্রতিদিন হাতধরে পার করে দিতে হচ্ছে । কোন অভিভাবক যে দিন স্কুলে দিয়ে আসতে পারছে না সেদিন সে ছাত্র স্কুলে যেতে পারছে না।সোমবার ব্রিজটি পরিদর্শনে দেখা যায়. কয়েক যুবক সরু বাঁশের মাচাল দিয়ে পিছনে ঢেলে মারাত্মক ঝুঁকি নিয়ে মটরসাইকেল ব্রিজ পার করছে। একটু ভুল করলেই মটর সাইকেলসহ নিচে পড়ার আশঙ্কা রয়েছে। সুজাপুর গ্রামের বাসিন্দা মো. আরশেদ আলী ও রুবেল হোসেন জানান,সংযোগ সড়কহীন এ ব্রিজ দিয়ে ২ বছর ধরে ১৫ গ্রামের হাজার হাজার মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে। আর এভাবে ঝুঁকিতে পারাপারের সময় মাঝে মধ্যেই দূর্ঘটনাও ঘটছে।সুজাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আক্কেল আলী জানান, এ ব্রিজ পার হয়ে তাদের অধিকাংশ শিক্ষার্থীকে স্কুলে যাতায়াত করতে হয় কিন্তু সংযোগ সড়ক না থাকায় স্কুলের উপস্থিতি মাঝে মধ্যেই কম হচ্ছে।শুধু স্কুলের শিক্ষার্থীই নয় সংযোগহীন এ ব্রিজে কৃষকদের ফসল পারাপারেও মারাত্মক বিড়ম্বনা পোহাতে হচ্ছে। ফসলের বোঁঝা মাথায় কোন কৃষককের পিছনে অন্যএকজনকে সতর্কতার সাথে তার বোঝা ধরে ব্রিজ পার করাতে হচ্ছে। এলাকাবাসীর দুর্ভোগ নিরসনে অবিলম্বে ব্রিজটির সংযোগ সড়ক নির্মাণে সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভুগি সাধারণ মানুষ। এ ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীর কার্যালয় সুত্র অবশ্য জানিয়েছে, শীঘ্রই এই ব্রিজের সংযোগ সড়ক নিমার্ণ করা হবে।
×