ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কোর্ট ভবন অপসারণ জটিলতায় বামনায় মডেল মসজিদ নির্মান কাজ বন্ধ

প্রকাশিত: ০৩:০২, ২৭ জানুয়ারি ২০২০

কোর্ট ভবন অপসারণ জটিলতায় বামনায় মডেল মসজিদ নির্মান কাজ বন্ধ

নিজস্ব সংবাদদাতা, বরগুনা ॥ পুরাতন কোর্ট ভবন অপসারণ জটিলতার কারনে থেমে আছে বরগুনার বামনা উপজেলায় প্রধানমন্ত্রী অগ্রাধীকার ভিত্তিক প্রকল্পের মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র নির্মান কাজ। ফলে কবে নাগাদ ভবনটি অপসারণ করে মসজিদ নির্মানের কাজ শুরু হবে এনিয়ে রয়েছে সংশয়। ইতোমধ্যে বিভিন্ন উপজেলায় মডেল মসজিদ দৃশ্যমান হলেও এ উপজেলায় শুধুমাত্র টেষ্ট পাইল করা ছারা মসজিদটি নির্মানের কোন অগ্রগতি নেই। তাই এ উপজেলার মুসুল্লিদের মনে দেখা দিয়েছে চরম ক্ষোভ। মুসুল্লিদের দাবী দ্রুত কোর্ট ভবন অপসারণ করে মডেল মসজিদটি নির্মান কাজ শুরু করার। উপজেলা কোর্ট মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মফিজুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প এই মডেল মসজিদ। এটি নির্মিত হলে ইসলামিক সংস্কৃতির প্রসারতা ঘটবে। তাই মসজিদটি দ্রুত নির্মান শেষ হওয়া জরুরী। বরগুনা জেলা গনপূর্ত বিভাগ সুত্রে জানাগেছে, বামনা উপজেলায় প্রায় ৪৩ শতাংশ জমির উপর নির্মিত হবে এই মসজিদটি। আর এটি নির্মানের জন্য এম খান লিঃ এ.এস.আই(জেভি) নামে ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্বাচিত করা হয়। বামনা উপজেলায় মডেল মসজিদ নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১২,৭৫,১৭,৯৯২ টাকা। ইসলামিক ফাউন্ডেশন এর ওয়েবসাইটের সুত্রে জানাগেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধীকার ভিত্তিক প্রকল্প হিসেবে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে জেলা ও উপজেলা পর্যায়ে ৫৬০ টি মডেল মসজিদ নির্মান কাজ শুরুহয়। যার নির্মান ব্যায় ধরা হয় ৮ হাজার ৭২২ কোটি টাকা। মসজিদ গুলো ২০১৭ হতে ২০২০ সালে ডিসেম্বরে মেয়াদে বাস্তবায়নের জন্য অনুমোদিত হয়। জেলা ও উপকুলীয় পর্যায়ে ৪ তলা ও উপজেলা পর্যায়ে তিন তলা দৃষ্টিনন্দন এই মসজিদ নির্মিত হবে। সেখানে থাকবে নারী ও পুরুষদের পৃথক ওজু ও নামায আদায়ের সুবিধা, লাইব্রেরী গবেষনা ও দীনি দাওয়া কার্যক্রম, পবিত্র কুরআন হেফজ, শিশু শিক্ষা, অতিথিশালা, বিদেশী পর্যটকদের আবাসন, মৃতদেহ গোসলের ব্যবস্থা, হজ্জযাত্রীদের নিবন্ধন, প্রশিক্ষণ, ইমামদের প্রশিক্ষণ ইত্যাদি। বামনা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইতুল ইসলাম লিটু বলেন কোর্ট ভবনটি ভাঙ্গার জন্য অনেকবার সংশ্লিষ্ট দপ্তরে লিখিত আবেদন করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে সমন্বয় সভা করে সকলের সিদ্ধান্ত নিয়ে এই ভবনটি ভাঙ্গার উদ্যোগ গ্রহন করতে হবে। আগামী মাসে সমন্বয় সভা আহবান করে সভার রেজুলেশন দপ্তরে পাঠানো হবে। গণপূর্ত বিভাগের বরগুনা জেলা নির্বাহী প্রকৌশলী মো. মাজিদার রহমান বলেন, মডেল মসজিদ নির্মানের স্থানে পুরাতন কোর্ট ভবন থাকায় সেটি অপসারণ জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ভবনটি ভাঙ্গার অনুমোতি পেলেই মসজিদ নির্মান কাজ শুরু হবে।
×