ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে পৃথক অভিযানে ৫ মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

প্রকাশিত: ০৮:৫৪, ২৬ জানুয়ারি ২০২০

কিশোরগঞ্জে পৃথক অভিযানে ৫ মোটরসাইকেল  উদ্ধার, গ্রেফতার ৪

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে একদিনের অভিযানে পাঁচ মোটরসাইকেল উদ্ধার এবং আন্তঃজেলা চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দুইটি চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোরচক্রের প্রধানসহ আব্দুল মতিন (২২), রুবেল (২৮), শাকিল আহমেদ (৩০) এবং নূরুল ইসলাম নূরু (৩২) নামে চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রবিবার বিকেলে গ্রেফতার হওয়া আসামীদের নিয়ে সংবাদ সম্মেলন করেছে থানা পুলিশ। এর আগে কিশোরগঞ্জ এবং সিলেট জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করাসহ তাদের হেফাজত থেকে দুইটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতার চোরচক্রের চার সদস্যের মধ্যে আব্দুল মতিন সিলেট জেলার বিশ্বনাথপুর উপজেলার টেংরা গ্রামের মৃত আলকাস মিয়ার ছেলে, রুবেল একই জেলার গোলাপগঞ্জ উপজেলার রনকেলী গুলপাড়ার জিলান আহমেদ এর ছেলে, শাকিল আহমেদ দক্ষিণ সুরমা থানার বার্থখলা এলাকার মৃত খোরশেদ আলীর ছেলে এবং নূরুল ইসলাম নূরু গোলাপগঞ্জ উপজেলার ধারাবহর নালী বাড়ির সাকিব আলীর ছেলে। এছাড়া পৃথক অভিযানে আরো তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, গত ৩০ ডিসেম্বর দুপুরে শহরের তেরীপট্টি এলাকার প্রাইম ব্যাংকের সামনে থেকে জহির আলম নামে একটি বেসরকারি কোম্পানীতে কর্মরত কর্মকর্তার হিরো গ্লামার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ২৫ জানুয়ারি সকালে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়। পরে পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) এর নির্দেশে পুলিশর একটি চৌকস টিম শহরের বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। পরে সিসিটিভি ফুটেজের ভিত্তিতে চোর চক্রের প্রধান আব্দুল মতিনকে পুলিশ সনাক্ত করে। পুলিশি অনুসন্ধানে জানা যায়, আব্দুল মতিনের বাড়ি সিলেট জেলার বিশ্বনাথপুর উপজেলার টেংরা গ্রামে হলেও মাস তিনেক যাবত সে জেলা শহরের উকিলপাড়ার ভাসানী সড়কে একটি বাসা ভাড়া নিয়ে শহরের মোটরসাইকেল চুরি করে আসছে। পরবর্তীতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে পুলিশ মতিনের অবস্থান নিশ্চিত হয়ে পাকুন্দিয়া গরুর হাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। পরে মতিনের দেয়া তথ্যের ভিত্তিতে সিলেটের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান পরিচালনা করে শাকিলকে গ্রেফতার তার কাছ থেকে চুরি যাওয়া গ্লামার মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে মতিন ও শাকিলের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরচক্রের অপর দুই সদস্য রুবেল ও নূরুল ইসলাম নূরুকে গ্রেফতার করা হয়। পরে রুবেলের দেওয়া তথ্যের ভিত্তিতে তার বাড়ির গোলাপগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে রবিবার কিশোরগঞ্জ থেকে চুরি করে নিয়ে যাওয়া একটি ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবুবকর সিদ্দিক পিপিএম জানান, এই চোরচক্রে আরো কেউ রয়েছে কি-না, সে ব্যাপারে অনুসন্ধান চলছে। এছাড়া এ ব্যাপারে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
×