ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পটিয়ায় দুই বাসের মুখোমূখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত-৩, আহত-১০

প্রকাশিত: ০৮:০৫, ১৭ জানুয়ারি ২০২০

পটিয়ায় দুই বাসের মুখোমূখি সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত-৩, আহত-১০

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রাম-কক্সবাজার আরকান মহা সড়কের পটিয়া উপজেলার শান্তিরহাট এলাকায় দুই বাসের মুখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন বাস যাত্রী কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার সাজ্জাদ হোসেনের পুত্র জাহেদ হোসেন (৩৫) ও নোয়াখালী জেলার বাসিন্দা ওমর ফারুক (৪০)। তার পিতার নাম জানা সম্ভব হয়নি। বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নিগার সুলতানা (২৫) নামের আরো এক যাত্রী মারা গেছেন। নিগার নিহত জাহেদের স্ত্রী। তাদের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকায়। দুই গাড়ির সংঘর্ষে অন্তত আরো ১০জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে মো. আরিফ (২৬), বাপ্পি মুক্তা (৩০), মিনু আকতার (৩৫) চমেক হাসপাতালে চিকিৎসাধীন ছিল। শুক্রবার সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে কক্সবাজার ছেড়ে আসা চট্টগ্রামমূখী শ্যামলী পরিবহনের চেয়ারকোচ (ঢাকা মেট্রো ব-১৫-১৬২৪) পটিয়া শান্তিরহাট এলাকায় পৌছলে বিসমিল্লাহ পরিবহন নামের পটিয়ামূখী লোকাল বাসের (চট্টমেট্রো ব-১১-০১৩৩) মূখোমূখি সংঘর্ষ হয়। এতে দুই বাসের অন্তত ১০জন গুরুতর আহত হন। তাদের মধ্যে জাহেদ ও ফারুক ঘটনাস্থলে মারা গেলেও চিকিৎসাধীন অবস্থায় জাহেদের স্ত্রী নিগার সুলতানা মারা গেছেন। পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের ওসি বিল চন্দ্র ভৌমিক জানিয়েছেন, যাত্রীবাহী দু’টি বাসের মুখোমূখি সংঘর্ষ হলে দুইজন যাত্রী মারা যায়। আহতরা চমেক হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। হাইওয়ে পুলিশ গাড়ি দুইটি উদ্ধার করেছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×