ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মুজিববর্ষে মুক্তিযোদ্ধার ব্যতিক্রমধর্মী উদ্যোগ

প্রকাশিত: ০২:৪৬, ১৫ জানুয়ারি ২০২০

মুজিববর্ষে মুক্তিযোদ্ধার ব্যতিক্রমধর্মী উদ্যোগ

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী “মুজিববর্ষ” উপলক্ষে অজপাড়া গাঁয়ের এক মুক্তিযোদ্ধা প্রজন্মের জন্য ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করে পুরো বরিশালজুড়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছেন। নিজের উপার্জিত অর্থ ব্যয় করে এবং নিজস্ব সম্পত্তির ওপর বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার রায় প্রজন্মের কাছে বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত স্মৃতি ছড়িয়ে দিতে নির্মাণ করেছেন স্মৃতিসৌধ, জাদুঘর, বঙ্গবন্ধু ও মাস্টার দা সূর্যসেনের ভাস্কর্য এবং প্রত্যন্ত গ্রামাঞ্চলে শিক্ষার আলো ছড়িয়ে দিতে একটি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়। গত ১৩ জানুয়ারি প্রধানঅতিথি হিসেবে এসব স্থাপনার উদ্বোধন করতে এসে মুজিববর্ষ উপলক্ষে মুক্তিযোদ্ধা রনজিত কুমার রায়ের এ মহতি উদ্যোগ স্ব-চোখে দেখে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান মুক্তিযোদ্ধা রনজিত কুমার রায়ের ভূয়সী প্রশংসা করেন। বীর মুক্তিযোদ্ধা রনজিত কুমার রায় জানান, তার জীবনের উপার্জিত অর্থ ব্যয় করে এবং দান-অনুদানের মধ্যদিয়েই তিনি এসব প্রতিষ্ঠান পরিচালনা করে আসছেন। বর্তমানে শিক্ষার্থীদের বসবাসরত ঘর ও অন্যান্য আসাবপত্র ব্যবহারের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। তার এ স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমাজ সেবা অধিদপ্তরের রেজিষ্ট্রেশনভূক্ত হওয়া সত্বেও সরকারীভাবে তেমন কোন সুযোগ সুবিধা পাচ্ছেন না। মুক্তিযোদ্ধা রনজিত কুমার রায় অনাথ ও দুঃস্থ শিশুদের বসবাসরত ঘর ও আসবাবপত্র পূর্ণ নির্মাণসহ অন্যান্য সুযোগ-সুবিধা পেতে সমাজের মহানুভব ব্যক্তি, সরকারের সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা ও প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন।
×