ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীর বিশ্ব এজতেমা ময়দান সা’দ পন্থীদের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর

প্রকাশিত: ০৮:২০, ১৩ জানুয়ারি ২০২০

টঙ্গীর বিশ্ব এজতেমা ময়দান সা’দ পন্থীদের কাছে আনুষ্ঠানিক হস্তান্তর

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ সোমবার রাতে টঙ্গীর বিশ্ব এজতেমা ময়দান আলেমী যোবায়ের পন্হীদের কাছ থেকে সা'দ পন্হী ওয়াসেকুল ইসলামদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। টঙ্গীর বিশ্ব এজতেমা ময়দানে গাজীপুর জেলা প্রশাসক তরিকুল ইসলামের উপস্হিতিতে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। প্রথম পর্ব এজতেমা অনুষ্ঠানের পর ২৪ ঘন্টার মধ্যে পুরো ময়দান খালি করে স্হানীয় প্রশাসনের কাছে তা হস্তান্তের নির্দেশনা ছিল মুরুব্বিদের কাছে। প্রথম পর্বের আখেরী মোনাজাত শেষে মুসল্লীরা ২৪ ঘন্টার আগেই এজতেমা ময়দান ত্যাগ করেন। এজতেমা ময়দান একপক্ষ থেকে আরেক পক্ষের নিকট দু'পক্ষের স্বাক্ষরসহ হস্তান্তর করা হয়। এ সময় জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন, গাজীপুর ডিসি এস এম তরিকুল ইসলাম, এডিএম শাহিনুর ইসলাম, সহকারী ভূমি কমিশনার গোলাম মোরশেদ খান পুলিশের পক্ষে ছিলেন, ডিসি ক্রাইম শরিফ উদ্দিন, ডিবির মন্জুর আলম, তাবলীগ জামাতের প্রথম পক্ষের আলেমী যোবায়ের অনুসারী মেজবাহ উদ্দিন, মাহফুজুর রহমান ও হাসনাত এবং গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা সোহরাব হোসেন। এ দিকে গাজীপুর সিটি মেয়র জাহাঙ্গীর আলম জনকণ্ঠকে জানান, প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্ব অনুষ্ঠানে বিশ্ব এজতেমা ময়দান পরিষ্কার পরিচ্ছন্নতায় ২৯ টি বর্জ্য পরিবহন গাড়ি এবং আড়াইশ' পরিচ্ছন্ন কর্মী এজতেমা ময়দানে নামানো হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে পরিচ্ছন্ন কাজ শেষ করা হবে বলে মেয়র জাহাঙ্গীর আলম জানান। আগামী শুক্রবার থেকে শুরু হচ্ছে তাবলীগ জামাতের সা'দ অনুসারীদের দ্বিতীয় পর্বের ৩ দিনের বিশ্ব এজতেমা। রবিবার আেেখরীমোনাজাতের মধ্যে দিয়ে শেষ হবে ২০২০সালের বিশ্বএজতেমা।
×