ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাবি উপাচার্যের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশিত: ০৩:৩৬, ১৮ ডিসেম্বর ২০১৯

জাবি উপাচার্যের অপসারণ দাবিতে বিক্ষোভ মিছিল

জাবি সংবাদদাতা ॥ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলমান উপাচার্য বিরোধী আন্দোলনে গত ৫ নবেম্বর শিক্ষক-শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ও উপাচার্যের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীরা। আজ বুধবার বেলা ১ টায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও ভবন প্রদক্ষিণ করে মুরাদ চত্বরে একটি সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তৃতায় বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা বলেন, “কিছু দালাল শিক্ষকের প্ররোচনায় এই ভিসি স্বেচ্ছাচারিতা চালিয়েছেন। আপনারা দেখেছেন আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ভিসি কিভাবে তার পেটোয়া বাহিনী দিয়ে হামলা চালিয়েছে”। ছাত্র ইউনিয়নের সদস্য রাকিবুল রনি বলেন, “ মেয়েদের হল নির্মাণের দুর্নীতির খবর সামনে এসেছে। দুর্নীতি বিরোধী আন্দোলনের মধ্যেও, সরকারের জিরো টলারেন্সের মধ্যেও এই ভিসি দুর্নীতিকে প্রশ্রয় দেন যখন, তখন সাড়ে চৌদ্দশো কোটি টাকার একশো কোটি টাকাও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ব্যয় হবে কিনা সে ব্যাপারে আমরা শংকিত”। অধ্যাপক রায়হান রাইন তাঁর বক্তব্যে আশাবাদ ব্যক্ত করেন যে ৩১ ডিসেম্বরের মধ্যে তদন্তের দৃশ্যমান অগ্রগতি হবে। তদন্তের অগ্রগতি না হলে জানুয়ারি থেকে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি। উল্লেখ্য, চার মাসেরও বেশি সময় ধরে উপাচার্য বিরোধী আন্দোলন চলমান রয়েছে।
×