ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা লতিফের নাম ॥ সিরাজগঞ্জে প্রতিবাদ

প্রকাশিত: ০২:৩৫, ১৮ ডিসেম্বর ২০১৯

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা লতিফের নাম ॥ সিরাজগঞ্জে প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ একাত্তরের মুক্তিযুদ্ধকালীন উত্তরাঞ্চলের বেসরকারি সেক্টর “পলাশডাঙ্গা যুব শিবিরের” পরিচালক ও সর্বাধিনায়ক কিংবদন্তী মুক্তিযোদ্ধা মির্জা আব্দুল লতিফের নাম সদ্য প্রকাশিত রাজাকারের তালিকায় থাকায় সিরাজগঞ্জে ও তার জন্মস্থান উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠেছে। তালিকা থেকে লতিফ মির্জার নাম প্রত্যাহারসহ এর সাথে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে আজ বুধবার সকালে সিরাজগঞ্জে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। লতিফ মির্জা স্মৃতি পরিষদের উদ্যোগে সিরাজগঞ্জ প্রেসক্লাব চৌরাস্তা মোড়ে সকাল সাড়ে ১০টা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি। বীর মুক্তিযোদ্ধা গাজী মির্জা ফারুক আহম্মেদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সিরাজগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও প্রেসক্লাবের সভাপতি হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গাজী সাইফুল ইসলাম, জাসদ নেতা আবু বকর ভুইয়া, পৌর আওয়ামীলীগের সহ সভাপতি আসাদ উদ্দিন পবলু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিম রেজা নুর দিপু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক একরামুল হক, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকা আব্দুল কাইয়ুম পান্না প্রমুখ। কর্মসূচীতে বক্তারা বলেন, রাজাকারের তালিকা প্রকৃতপক্ষে মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের তৈরি নাকি কোন ষড়যন্ত্র তা ক্ষতিয়ে দেখা উচিত। যারা এই বিতর্কিত তালিকা তৈরীর সাথে জড়িত তাদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। এদিকে একই দাবিতে সকালে লতিফ মির্জার জন্মস্থান উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসুচী পালন করেছে স্থানীয় মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ।
×