ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কোস্টগার্ডের অভিযান চরফ্যাশনে সাত জেলের কারাদন্ড

প্রকাশিত: ০৫:৩৫, ১৬ ডিসেম্বর ২০১৯

কোস্টগার্ডের অভিযান চরফ্যাশনে সাত জেলের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন ॥ জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে ভোলার চরফ্যাশনের চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেনের নেতৃত্বে কোস্টগার্ড বাহিনী রবিবার রাতে তেঁতুলিয়া নদীর চরবাঙ্গলাতে অভিযান চালিয়ে একটি ফিশিং ট্রলারসহ ১০০ মন জাটকা ইলিশ জব্দ এবং সাত জেলেকে আটক করে উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার কাছে সোর্পদ করেছেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন আটককৃত সাত জেলেকে তিন মাস করে কারাদন্ড প্রদান করেছেন। দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন, উপজেলার নীলকমল গ্রামের গাজীর ছেলে সুমন (২০), নুরে আলম মাঝির ছেলে নুরুল হক (৩৮), ইব্রাহিম মাঝির ছেলে আবুল কালাম (৪০), বাদশা মিয়ার ছেলে বেলাল (৪৫), মোতাহার হাওলাদারের ছেলে রফিজল (৫০), সৈয়দ আহম্মদের ছেলে হানিফ (৫৫), কালুর ছেলে বুদ্দি (৪৫)। এদিকে সোমবার সকালে সহকারী মৎস্য কর্মকর্তা আলী আহম্মেদের উপস্থিতিতে জাটকা ইলিশগুলো এতিম খানা, মাদ্রাসা ও দুস্থ পরিবারদের মধ্যে বিতরণ করেছেন। ট্রলার ও ট্রলারে থাকা জাল মৎস্য কর্মকর্তার হেফাজতে রাখা হয়েছে। চর মানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য জাটকা সংরক্ষণ অভিযান গত ১ নভেম্বর থেকে শুরু হয়েছে। এ অভিযান চলবে ৩১ জুন পর্যন্ত। এ সময় জাটকা ধরা, পরিবহন, বিক্রি, মজুদ ও বাজারজাত করা নিষিদ্ধ।
×