ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গলাচিপায় দুই’শ মন জাটকা জব্দ, ১২ জনের কারাদণ্ড

প্রকাশিত: ০৫:৫১, ১৫ ডিসেম্বর ২০১৯

গলাচিপায় দুই’শ মন জাটকা জব্দ, ১২ জনের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালী র‌্যাব-৮ এর একটি টিম আজ রবিবার সকালে গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট সংলগ্ন মাছের পাইকারি বাজারে অভিযান চালিয়ে ২ শ’ মন জাটকা ইলিশ জব্দ করেছে। র‌্যাব সদস্যরা এ সময় জাটকা বেচাকেনার সঙ্গে জড়িত ১২ জন ব্যবসায়ীকে আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সুহৃদ সালেহীন আটক ব্যবসায়ীদের প্রত্যেককে সাত দিনের কারাদণ্ডে আরদেশ দেন। সাজাপ্রাপ্ত ব্যবসায়ীরা হচ্ছে-মোঃ জুবায়ের, রোকন উদ্দিন, রাইসুন, মোঃ দুধা, বাহাদুর, আব্দুল খালেক, আলী আসগর, আবুল বাশার, সোহাগ, মেজবাহ, মাহবুব ও জসিম খান। জব্দকৃত জাটকা ইলিশ বিভিন্ন ইয়াতিমখানা, লিল্লাহ্ বোডিং ও মাদ্রাসায় বিতরণ করা হয়। র‌্যাব ৮, সিপিসি-১ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রইছ উদ্দিন এ অভিযানে নেতৃত্ব দেন। উল্লেখ্য, পানপট্টি এলাকার এই মাছের বাজারটি দীর্ঘদিন ধরে অবৈধ জাটকা বেচাকেনার অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে। আগুনমুখা, রামনাবাদ, বুড়াগৌরাঙ্গ নদসহ সাগর থেকে ধরে আনা হাজার হাজার মন জাটকা প্রতিদিন এ বাজারে অনেকটা প্রকাশ্যে বেচাকেনা হয়। প্রতিদিন সকাল-বিকাল দু’ বার জাটকার বাজার বসে। বিভিন্ন এলাকা থেকে আসা ব্যবসায়ীরা এখান থেকে জাটকা কিনে অন্যান্য এলাকায় নিয়ে যায়। এ ব্যাপারে র‌্যাব -৮ অধিনায়ক মোঃ রইস উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা পূর্বেই গিয়ে বাজারে অবস্থান নিই এবং অভিযান পরিচালনা করি। ঘটনাস্থল থেকে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
×