ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে বাইকের ধাক্কায় চালকসহ দুইজনের মৃত্যু

প্রকাশিত: ০১:১৯, ১৫ ডিসেম্বর ২০১৯

রাজশাহীতে বাইকের ধাক্কায় চালকসহ দুইজনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীর মোহনপুর উপজেলার মৌগাছি ইউনিয়নের তেঁতুলতলায় যমুনা জুটমিলের সামনে নওগাঁ-রাজশাহী মহাসড়কের ওপর এক পথচারীকে ধাক্কা দেয় মোটরসাইকেল চালক। এ ঘটনায় পথচারী আহত হন। আর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর ছিটকে পড়েন মোটরসাইকেল চালকও। পরে মুমূর্ষু অবস্থায় তাদের দু'জনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। তবে জরুরি বিভাগে আসার পরপরই তাদের দুইজনের মৃত্যু হয়। আজ রবিবার সকাল পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুই জনের লাশ ময়নাতদন্তের জন্য বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। নিহতরা হলেন, রাজশাহী মহানগরীর শাহমখদুম থানা এলাকার নাজমুল হোসেনের ছেলে মোটরসাইকেল চালক সিফাত হোসেন (২০) ও রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটের মৃত বরকত আলীর ছেলে পথচারী খায়ের আলী (৫০)। রাজশাহীর মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহমেদ এ তথ্য নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে নিহত চালকের মোটরসাইকেল থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা পাঠানো হয়েছে। ওসি মোস্তাক আহমেদ বলেন, রবিবার সকালে মোটরসাইকেল নিয়ে সিফাত রাজশাহী থেকে মোহনপুরের দিকে আসছিলেন। মোটরসাইকেলটি যমুনা জুট মিলের সামনে রাজশাহী-নওগাঁ মহাসড়কের পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ওই পথচারীকে সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় রাস্তার ওপর ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের দু'জনকেই উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রামেক হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে সিফাত রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া নিহত পথচারীর ব্যাপারেও খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এ ব্যাপারে থানায় মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
×