ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পটিয়ায় গৃহবধূ হত্যার অভিযোগ

প্রকাশিত: ১০:০০, ৭ ডিসেম্বর ২০১৯

পটিয়ায় গৃহবধূ  হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, পটিয়া, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের পটিয়ায় খাইরুন্নেছা ওরফে কুসুম (২৫) নামের এক গৃহবধুকে হত্যার অভিযোগ ওঠেছে। সে উপজেলার জিরি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বাসিন্দা মো. ইব্রাহিমের স্ত্রী। হত্যার পর গোপনে জানাযা ও দাফন করার সময় শনিবার রাত ৮টার দিকে পটিয়া থানা পুলিশ গৃহবধূর লাশটি উদ্ধার করেছে। তবে স্বামীসহ শ্বশুড় পরিবারের কাউকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বড়লিয়া ইউনিয়নের পেরলা গ্রামের আবুল কাসেমের কন্যার সঙ্গে জিরি ইউনিয়নের শাহ আলমের পুত্র মো. ইব্রাহিমের সঙ্গে ৬ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে এক পুত্র সন্তান রয়েছে। কিছুদিন ধরে পারিবারিক অশান্তি চলে আসছিল। স্বামী মো. ইব্রাহিম একটি ক্লিনিকে চাকুরী করেন। শনিবার সকালে গৃহবধূ কুসুমের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যাওয়ার কথা বলে শ্বশুড় পরিবারের লোকজন বাপের বাড়িতে খবর দেয়। তড়িগড়ি করে বাদে আছর কুসুমের জানাযা ও দাফনের সময় ঠিক করে। কিন্তু গৃহবধূর ফুফু মরদেহ দেখতে এসে গলায় আঘাতের চিহ্ন দেখতে পান। এতে তাদের সন্দেহ বেড়ে যায়। পরে পটিয়া থানা পুলিশকে খবর দিলে থানার উপ-পরিদর্শক মো. বোরহান কুসুমের শ্বশুড় পরিবারে গেলে পরিবারের লোকজন লাশ ফেলে পালিয়ে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের মর্গে প্রেরণ করেছে। পটিয়া থানার উপ-পরিদর্শক মো. বোরহান জানিয়েছেন, গৃহবধূর গলার নিচে আঘাতের চিহ্ন মিলেছে। তবে কিভাবে মারা গেছে পুলিশ এখনো নিশ্চিত নয়। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহে জের ধরে গৃহবধূর মৃত্যু হয়েছে। স্বামী ইব্রাহিম পলাতক রয়েছে। ময়না তদন্তের রির্পোট পেলেই মৃত্যুর প্রকৃত ঘটনা মিলবে।
×