ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাবির শিক্ষা কার্যক্রম সচলের লক্ষ্যে কাল বসছে জরুরী সিন্ডিকেট

প্রকাশিত: ০৫:৩৭, ৩ ডিসেম্বর ২০১৯

জাবির শিক্ষা কার্যক্রম সচলের লক্ষ্যে কাল বসছে জরুরী সিন্ডিকেট

জাবি সংবাদদাতা ॥ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করার লক্ষে আগামীকাল বুধবার বিকেলে সিন্ডিকেটের জরুরী সভা আহ্বান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিসের ভারপ্রাপ্ত পরিচালক আবদুস সালাম মিঞা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলাসহ একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সচলের দাবিতে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলামের কাছে স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ। আজ দুপুর ২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনে উপাচার্যের হাতে স্মারকলিপি তুলে দেন শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা। শাখা ছাত্রলীগের উপ-দফতর সম্পাদক এম মাইনুল হুসাইন স্বাক্ষরিত এই স্মারকলিপিতে বলা হয়, ‘দীর্ঘদিন যাবত বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থার দরুন নিয়মিত শিক্ষা কার্যক্রম ব্যহত হয়েছে। তাই অনতিবিলম্বে শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়াসহ পরীক্ষা ও শিক্ষা কার্যক্রম খুব দ্রুত কার্যকর করতে হবে।’ এতে আরও বলা হয়, ‘আন্দোলন একটি গণতান্ত্রিক অধিকার কিন্তু বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকায় গান-বাজনা করা যাবেনা ও একাডেমিক এবং প্রশাসনিক ভবন তালাবদ্ধ রাখা যাবেনা। একই সঙ্গে চলমান আন্দোলনে যেসকল জামাত-শিবির নেতা-কর্মী জড়িত রয়েছে তাদেরকে চিহ্নিত করে অবিলম্বে বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রীয় আইনে শাস্তির ব্যবস্থা করতে হবে।’ এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা বলেন, “ উপাচার্য ম্যামের সাথে আমাদের কথা কথা হয়েছে। তিনি খুব শীঘ্রই একাডেমিক কার্যক্রম সচল করার কথা জানিয়েছেন।” বিশ্ববিদ্যালয়ের খোলার পর আবার আন্দোলন শুরু হলে ছাত্রলীগের অবস্থান জানতে চাইলে তিনি জানান, আন্দোলন সকলে গণতান্ত্রিক অধিকার। আমরা আন্দোলনের বিপক্ষে নই তবে আন্দোলনের নামে শিবিরকে পুনর্বাসিত করার চেষ্টা করা হলে আমরা তা মেনে নিবোনা। উপাচার্যের কাছে স্মারকলিপি দেওয়ার সময় অন্যদের উপস্থিত ছিলেন, শাখা ছাত্রলীগের সহ সভাপতি মাজেদ সীমান্ত, জহিরুল ইসলাম বাবু, বায়জিদ খান কলিংস, অর্ণব সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক আফফান হোসেন আপন, সাংগঠনিক সম্পাদক মো তারেক হাসান, অভিষেক মন্ডল, পঙ্কজ কুমার দাস প্রমুখ। উল্লেখ্য, গত ৫ নভেম্বর দুর্নীতির অভিযোগে উপাচার্যের অপসারণ দাবিতে তার বাসভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারীদের উপর ‘হামলার’ প্রেক্ষিতে ঐদিন সিন্ডিকেটের এক জরুরী সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশনা দেয়া হয়। এদিকে, গতকাল ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ ব্যানারে আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের আন্দোলনের কর্মসূচি হিসেবে আন্দোলনের ইতিবৃত্ত ও উপাচার্যের দুর্নীতির খতিয়ান পুস্তিকা আকারে প্রকাশ করার কথা থাকলেও অনিবার্য কারণ বশত তা পিছিয়ে ১০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তারা জানান, উপাচার্যের দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু নতুন ও গুরুতর তথ্য আসায় উক্ত তথ্য সমূহ যাচাই বাছাই করার জন্য আমাদের কিছু সময়ের প্রয়োজন বিধায় প্রকাশনা পর্বটি পিছিয়ে দেওয়া হল। উক্ত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, তাদের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার নতুন কলাভবন থেকে উপাচার্যের অপসারণসহ তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করা হবে।
×