ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভোলা থেকে পাচারকালে বিপুল পরিমান ডলফিন ও হাঙ্গরের বাচ্চা জব্দ ১ জনের কারাদন্ড

প্রকাশিত: ০৮:৩৫, ২৮ নভেম্বর ২০১৯

ভোলা থেকে পাচারকালে বিপুল পরিমান ডলফিন ও হাঙ্গরের বাচ্চা জব্দ ১ জনের কারাদন্ড

নিজস্ব সংবাদদাতা, ভোলা ॥ ভোলা থেকে পাচারকালে সদর উপজেলার ইলিশা ফেরিঘাট থেকে বিপুল পরিমান হাঙ্গর ও ডলফিনের মৃত বাচ্চা জব্দ করা হয়েছে। এ সময় কাভার্ডভ্যানের চালককে আটক করা হয়। জব্দকৃত হাঙ্গর ও ডলফিনের বাচ্চাগুলোর আকার ৫ থেকে ৮ ইঞ্চির মধ্যে। কোস্টগার্ড ও বন বিভাগের যৌথ অভিযানে বাচ্চাগুলো আটক করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরের দিকে সেগুলো মাটিতে গর্ত করে পুতে রাখা হয়। এদিকে ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: কামাল হোসেন ভ্রাম্যামান আদালতের মাধ্যমে আটককৃত ভ্যান চালক মো: আনিচকে ১ মাসের কারাদ- দিয়েছেন। বন বিভাগের ভোলা সদর রেঞ্জ কর্মকর্তা মো: কামরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে ইলিশা ফেরিঘাটে অভিযান চালিয়ে হাঙ্গর ও ডলফিনের ৪০ মন মৃত বাচ্চা জব্দ করা হয়। এ সময় কাভার্ডভ্যানের চালক মো: আনিচ ছাড়া আর কাউকে আটক করা সম্ভব হয়নি। আটককৃত আনিচ কক্সবাজার জেলার পেকুয়া মখনামা এলাকার আলমগীরের ছেলে। আনিচের বরাত দিয়ে রেঞ্জ কর্মকর্তা কামরুল ইসলাম আরও জানান, হাঙ্গর ও ডলফিনের বাচ্চাগুলো চরফ্যাসন উপজেলার দিক্ষণ আইচা এলাকা থেকে চট্টগ্রাম নেয়া হচ্ছিল। আনিচ এর বেশি কিছু জানাতে পারেনি। উপকূলীয় সমুদ্র এলাকা থেকে ওই হাঙ্গর ও ডলফিনের বাচ্চাগুলো জেলেদের জালে ধরা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
×