ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে দুর্ধষ সিএনজি অটোরিক্সা চোর চক্রের আসামী ল্যারা তালেব সহ ৫ সদস্য গ্রেফতার

প্রকাশিত: ০৬:৫৫, ২১ নভেম্বর ২০১৯

 হবিগঞ্জে দুর্ধষ সিএনজি অটোরিক্সা চোর চক্রের আসামী ল্যারা তালেব সহ ৫ সদস্য গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ বৃহস্পতিবার ভোর রাত ৩ টার দিকে হবিগঞ্জের পাইকপাড়া-নছরতপুর সড়কের বটতলী বাজার সংলগ্ন এলাকা থেকে দুর্ধষ সিএনজি অটো রিক্সা চোর চক্রের সর্দার মোস্ট ওয়ান্টেড আসামী আবু তালেব ওরফে ল্যাংরা তালেব সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত অন্যান্যরা হলো, জালাল উদ্দিন (৩২), হেলাল মিয়া (৩০), আলতাফ মিয়া (৩০), হুমায়ূন আহমেদ (৩৫)। অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নের্তৃত্বে পরিচালিত এই অভিযান চলাকালে হবি-থ- ১১-৫৮৪৭ একটি সহ সিএনজি চালিত নম্বরবিহীন ৫টি অটোরিক্সা জব্দ করে পুলিশ। পুলিশ জানায়, ওই চোর চক্রের মূল হোতা আবু তালেব তার সহযোগিদের মাধ্যমে হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ও ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে সিএনজি চালিত অটো রিক্সাগুলো চুরি করে বিক্রি করতো অথবা লাখ দু’লাখ টাকা নিয়ে স্ব স্ব মালিকদের নিকট পুনরায় গাড়ীগুলো ফেরত দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার এক মহোৎসবে মেতে উঠেছিল। ওই অভিযানের সময়ও পুলিশের নিকট গোপন সংবাদ ছিল, জব্দকৃত অটোরিক্সাগুলো মোটা অংকের টাকার বিনিময়ে হাতবদল করার চেষ্টায় লিপ্ত ছিল আবু তালেব ও তার সহযোগিরা। পুলিশ আরও জানায়, সারাদেশে এই আবু তালেব চক্রের অন্তত ৫’শ সদস্য রয়েছে। তালেব চক্র এ পর্যন্ত ১৫’শ সিএনজি চালিত অটোরিক্সা চুরি করেছে। এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে ইতিমধ্যে পুলিশ মাঠে নেমেছে। সাধারন মানুষ তথা পরিবহন ব্যবসায়ীদের নিকট এক মূর্তিমান আতংকের নাম তালেবের নের্তৃত্বে পরিচালিত এই বাহিনী। এদিকে এই চক্র গ্রেফতার হওয়ায় হবিগর্ঞ্জে নানা স্থানে আনন্দ-উল্লাস ও মিষ্টি বিতরনের খবর পাওয়া গেছে।
×