ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালকিনিতে বিলুপ্তির পথে ভেসাল

প্রকাশিত: ০৩:৫৪, ২৯ অক্টোবর ২০১৯

কালকিনিতে বিলুপ্তির পথে ভেসাল

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন গ্রাম-গঞ্জের খাল, বিল, হাওড়-বাওড়ে বর্ষার শুরু থেকে শেষ পর্যন্ত জেলেদের ভেসাল দিয়ে মাছ ধরতে দেখা যেত। ভেসালে ঝাঁক-ঝাঁকে ধরা পড়তো বোয়াল, রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ। ভেসাল ভর্তি মাছ দেখে জেলেরা খুশিতে আত্মহারা হয়ে উঠত। সময়ের বিবর্তনে সেই ঐতিহ্যবাহী ভেসাল দিয়ে মাছ ধরা এখন তেমন একটা চোখে পড়ে না। বলা চলে ভেসাল দিয়ে মাছ ধরা এখন প্রায় বিলুপ্তির পথে। এরপরেও গ্রামের দুই একটি জায়গায় মাঝে মধ্যে হঠাৎ করে ভেসাল দিয়ে মাছ ধরতে দেখা যায়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার প্রতিটি গ্রামের খাল, বিল ও হাওরগুলোতে ২৫-৩০ বছর পূর্বে সারা বছর ধরেই জেলেরা ভেসাল দিয়ে মাছ ধরতো। প্রতিটি খালের ওলি, গলিতেই ভেসাল দিয়ে মাছ ধরতে দেখা যেত। সারাদিন ভেসাল বেঁয়ে প্রচুর মাছ পেত। সেই মাছ বিক্রি করেই জেলেরা তাদের পরিবার-পরিজন নিয়ে সুখে দিন কাটাতো। উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার বলেন, ১৫ থেকে ২০ বছর পূর্বে গ্রামে প্রচুর ভেসাল দিয়ে মাছ ধরতে দেখা যেত। খাল, বিল, জলাশয়গুলো ভরাট হয়ে যাওয়ায় প্রাকৃতিকভাবে যে মাছ উৎপাদন হতো তা অনেক কমে গেছে। গ্রামে ভেসাল দিয়ে মাছ ধরা এখন খুব কম দেখা যায়। বলা চলে ভেসালে মাছ ধরা প্রায় বিলুপ্তির পথে। ভরাট হয়ে যাওয়া খাল, বিল, জলাশয়গুলো থেকে মাটি কেটে ফেলে পুনরায় পানির প্রবাহ স্বাভাবিক করা যায় তা হলে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে।
×