ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে নিরীহ যুবককে পিঠিয়ে হত্যার ঘটনায় মামলা

প্রকাশিত: ০৪:৩৬, ২৩ অক্টোবর ২০১৯

সীতাকুণ্ডে নিরীহ যুবককে পিঠিয়ে হত্যার ঘটনায় মামলা

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে নিরীহ যুবক এজাহারকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত এজাহারের বড় ভাই মো.আলমগীর হোসেন মানিক আজ বুধবার সকালে বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে মডেল থানায় মামলাটি দায়ের করেছেন। পুলিশ এ ঘটনার মূল আসামি পুলিশ কর্মকর্তা ইকবাল পারভেজ রায়হান ও তার ভগ্নিপ্রতি মিজানুর রহমানকে গ্রেফতার করেছেন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা খাগড়াছড়ি জেলার পুলিশ লাইনে ট্রেনিং শাখায় আর.আর.এফ এর দায়িত্বে নিয়োজিত ছিলেন। অপর এক আসামিকেও গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান মডেল থানার ওসি ইন্টেলিজেন্ট সুমন বনিক। জানা যায়, সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি ইউনিয়নে পুলিশ কর্মকর্তার বোনের মোবাইল চুরি সন্দেহে এজাহার নামে এক নিরীহ যুবককে পিঠিয়ে হত্যা করার অভিযোগ উঠে পুলিশ কর্মকর্তা মো.ইকবাল পারভেজ রায়হানের বিরুদ্ধে। এরপর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও তাঁর ভগ্নিপ্রতিকে আটক করেন। বুধবার সকালে নিহত এজাহারের বড় ভাই অভিযুক্তদের নাম উল্লেখ করে সীতাকু- থানায় মামলা দায়ের করেন। মামলামূলে আসামিদের গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করে জেল হাজতে প্রেরণ করেন। এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত মো.শামীম শেখ বলেন,‘নিহত এজাহারের বড় ভাই বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। আমরা অভিযুক্ত পুলিশ কর্মকর্তাসহ দুই আসামি গ্রেফতার দেখিয়ে রিমান্ড আবেদন করে আদালতে প্রেরণ করেছি,বাকি এক আসামিও গ্রেফতার করার অভিযান চলছে।
×