ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিশু তুহিনের হত্যাকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

প্রকাশিত: ০২:২১, ১৮ অক্টোবর ২০১৯

শিশু তুহিনের হত্যাকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জে ৫বছরের শিশু তুহিনকে নৃশংস ও মধ্যযুগীয় বর্বরতার মাধ্যমে হত্যার প্রতিবাদে ও দোষীদের ‘দ্রুত বিচার আইনে’ দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের আলফাত উদ্দিন স্কয়ারে ‘শুভসংঘের’ আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনের অংশগ্রহনের ঘন্টাব্যপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসুচিতে মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, সংস্কৃতিকর্মী, শিক্ষক, ছাত্রসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষজন অংশ নেন। মানববন্ধনে বক্তারা দিরাইয়ে ইতোপূর্বে প্রতিপক্ষকে ফাঁসানোর যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে সবগুলোর পুনতদন্তেরও দাবি জানান।তুহিনের মত এই যে ঘটনা ঘটেছে এটা যাতে ভবিষ্যৎ এ না ঘটে এই জন্য যারা তুহিনকে হত্যা করেছে তাদের দ্রুত বিচার আইনে বিচার কার্যক্রম করে দৃষ্টান্ত শূলক শাস্তি দেওয়া উচিত। আর সমাজে যে নিষ্ঠুরতার জন্ম নিয়েছে, যে প্রতিহিংসার জন্ম নিয়েছে এই জন্য শুধু অপরাধী দায়ী নয় সমাজ ও রাষ্ট্র দায় এড়াতে পারেনা। এ ঘটনায় মামলার দ্রুত ও সুষ্ট প্রতিবেদন দিয়ে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তারা। এদিকে নিহত তুহিনের বাবা, চাচাসহ ৩ জনের ৩ দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করার কথা রযেছে।
×