ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে রাখাল নিহত

প্রকাশিত: ০৪:৫৯, ১৩ অক্টোবর ২০১৯

শিবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে রাখাল নিহত

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্তে বিএসএফের গুলিতে আজ রবিবার ভোরে জোহরুল ইসলাম মামুন (২৯) নামে বাংলাদেশী এক গরু রাখাল নিহত হয়েছে। নিহত জহরুল ইসলাম শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের তারাপুর-ঠুটাপাড়া গ্রামের আব্দুল কাদিরের ছেলে। মনানষা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মেম্বার সমির উদ্দিন জানান, নিহত জহরুল ইসলাম কয়েকজন গরু ব্যবসায়ীর সঙ্গে গরু নেয়ার জন্য রবিবার ভোর ৪টার দিকে মাসুদপুর সীমান্ত পথে ভারত যায়। এসময় ভারতের শোভাপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলিবর্ষণ করলে জোহরুল ইসলাম নিহত হন। পরে জহরুলের লাশ উদ্ধার করে বাংলাদেশের নিয়ে আসে। পরে ভোরেই পরিবারের লোকজন বিজিবির চোখ এড়াতে নানির বাড়ি পাশের বালুটুঙ্গি এলাকায় জহরুলের লাশ দাফন করে। চাঁপাইানবাবগঞ্জ ৫৩ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মাহবুবুর রহমান জানান, সীমান্তে হত্যাকান্ডের বিষয়টি তিনি শুনেছেন। তবে বিস্তারিত বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নেয়া হচ্ছে।
×