ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নওগাঁর পূজামন্ডপগুলোতে চাল বরাদ্দ

প্রকাশিত: ০৬:৫৯, ৩ অক্টোবর ২০১৯

     নওগাঁর পূজামন্ডপগুলোতে চাল বরাদ্দ

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁ জেলায় চলতি শারদীয় দূর্গোৎসবে ত্রান মন্ত্রনালয় কর্ত্তৃক পূজামন্ডপগুলোতে মোট ৩৯৬ দশমিক ৫শ’ মেট্রিকটন চাল বিতরন করা হয়েছে। ত্রান মন্ত্রনালয়ের স্মারক নম্বর ৫১.০০.০০০০.৪২১.১৪.০১৪.১৮/৩২৯ তারিখ ১৭-০৯-১৯ মোতাবেক শারদীয় দুর্গাপূজা ২০১৯ উদযাপন উপলক্ষে জি আর খাদ্যশষ্য (চাল) বরাদ্দ প্রদান করা হয়। জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, এসব বরাদ্দের চাল মন্ডপ প্রতি ৫০০ কে জি করে স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে বিতরন করা হয়েছে। উপজেলা এবং মন্ডপ ভিত্তিক জি আর চাল বিতরনের পরিমান হলো, নওগাঁ সদর উপজেলার ১১৪টি পূজা মন্ডপে ৫৭ মেট্রিক টন, ধামইরহাট উপজেলায় ৩০টি পূজা মন্ডপে ১৫ মেট্রিক টন, সাপাহার উপজেলায় ১৭টি মন্ডপে ৮ দশমিক ৫০০ মেট্রিক চন, বদলগাছি উপজেলায় ৯৪টি মন্ডপে ৪৭ মেট্রিক টন, নিয়ামতপুর উপজেলায় ৬১টি মন্ডপে ৩০ দশমিক ৫০০ মেট্রিক টন, পোরশা উপজেলায় ২০টি মন্ডপে ১০ মেট্রিক টন, আত্রাই উপজেলায় ৪৯টি মন্ডপে ২৪ দশমিক ৫০০ মেট্রিকটন, মান্দা উপজেলায় ১১৪টি মন্ডপে ৫৭ মেট্রিক টন, পতœীতলা উপজেলায় ৭৮টি মন্ডপে ৩৯ মেট্রিক টন, রানীনগর উপজেলায় ৫১টি মন্ডপে ২৫ দশমিক ৫০০ মেট্রিক টন এবং মহাদেবপুর উপজেলায় ১৬৫টি পূজা মন্ডপে ৮২ দশমিক ৫০০ মেট্রিক টন। জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ বলেন, এ বছর নওগাঁ জেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দূর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে চলতি বছরের শারদীয় দূর্গোৎসব শান্তিপূর্ন এবং উৎসবমুখর করতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে।
×