ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে আধুনিক আইসিটি লার্নিং সেন্টারের উদ্বোধন

প্রকাশিত: ০৫:২৯, ৩ অক্টোবর ২০১৯

  হবিগঞ্জে আধুনিক আইসিটি লার্নিং সেন্টারের উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ তথ্য প্রযুক্তির ছোঁয়ায় শিক্ষার্থীদের উপার্জন ক্ষমতা বৃদ্ধি ও দক্ষতা বাড়াতে হবিগঞ্জের একমাত্র স্বনামধন্য বিদ্যাপিঠ বি,কে,জি,সি গভঃ গালস হাই স্কুলে আইসিটি লার্নিং সেন্টারের শুভ উদ্বোধন করেছেন (সদর-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের এমপি আলহাজ্ব মোঃ আবু জাহির। আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় সংশ্লিস্ট বিদ্যালয় দ্বিতল ভবনের ৩৫নং রুমে এই সুসজ্জিত আধুনিক ল্যাব সেন্টারটি ফলক উন্মোচনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা ইন্টারনেট সংযুক্ত এই ল্যাবে ২০টি ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে তথ্য প্রযুক্তির ছোয়ায় নিজেদেরকে আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে। এদিকে এই ল্যাব উদ্বোধনের পরপরই সংশ্লিস্ট বিদ্যালয় মিলনায়তনে ছাত্র-শিক্ষক-অভিভাবকদের এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন এমপি আলহাজ্ব মোঃ আবু জাহির। সংশ্লিস্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে এসময় অন্যান্যের মাঝে বিশেষ অতিথি ছিলেন, সদর থানার ওসি মোঃ মাসুক মিয়া, প্রেসক্লাব সভাপতি হারুনুর রশীদ চৌধুরী, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির আহবায়ক সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিন ও কবি তাহমিনা বেগম গিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি সংশ্লিস্ট বিদ্যালয়ে ১টি ১০তলা বিল্ডিং নির্মাণ, কলেজে রূপান্তর ও পুকুর উদ্ধারের ব্যাপারে সকল প্রকার সহযোগিতা চেয়ে মুক্তিযুদ্ধের চেতনায় তথ্য প্রযুক্তির ছোঁয়ায় শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য ছাত্র-শিক্ষক-অভিভাবকগনের প্রতি আহবান জানান। এদিকে এই ল্যাব উদ্বোধন করায় শিক্ষার্থী-অভিভাবকরা বেজায় খুশী ও সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
×