ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

৬ মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় ২৩৯ কোটি টাকা

প্রকাশিত: ০৯:০৭, ১১ সেপ্টেম্বর ২০১৯

৬ মাসে ব্যাংকগুলোর সিএসআর ব্যয় ২৩৯ কোটি টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ করপোরেট সামাজিক দায়বদ্ধতা বা সিএসআর খাতে ব্যাংকগুলোর ব্যয় ব্যাপক কমেছে। চলতি বছরের প্রথম ৬ মাসে ব্যাংকগুলো এ খাতে ব্যয় করেছে মাত্র ২৩৯ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ব্যয় ছিল ৬২৭ কোটি টাকা। এ হিসেবে ব্যয় কমেছে ৩৮৮ কোটি টাকা বা ৬২ শতাংশ। ব্যয়ের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম মানেনি অধিকাংশ ব্যাংক। শিক্ষায় সর্বোচ্চ ব্যয় করার নির্দেশনা থাকলেও অনেক ব্যাংক দুর্যোগ ব্যবস্থাপনায় বেশি ব্যয় করেছে। জানা গেছে, ইসলামী ব্যাংকের সিএসআর ব্যয় কমার প্রভাবে সামগ্রিক খাতে ব্যাপক প্রভাব পড়েছে। ইসলামী ব্যাংক চলতি বছরের প্রথম ৬ মাসে সিএসআর খাতে ব্যয় করেছে মাত্র ৮ কোটি ৮৪ লাখ টাকা। গত বছরের একই সময়ে ব্যাংকটির ব্যয় ছিল ২৭৪ কোটি ৭৮ লাখ টাকা। ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের তহবিল থেকে গত বছরের শুরুর দিকে সরকারের মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমে ২০০ কোটি দেওয়া হয়। সামগ্রিকভাবে সিএসআর ব্যয় বাড়াতে যা ভূমিকা রাখে। এছাড়া ব্যাংকগুলোর মুনাফা কমায় সিএসআর ব্যয় কমেছে।
×