ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

প্রকাশিত: ০৩:১৩, ২৪ ফেব্রুয়ারি ২০১৮

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মাদক মামলার এক আসামীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. খালেক (৪৫) । সে নওঁগার পোরশা থানার বাজলাপুকুর গ্রামের মৃত জহির উদ্দীনের ছেলে। শনিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। ঢাকার শাহ আলী থানার একটি মাদক মামলায় গত বছরের ২৫ জুলাই খালেক গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। এ বছরের ১৫ জানুয়ারি তাকে ঢাকা কেন্দ্রীয় কারগার থেকে কাশিমপুর কারাগার পার্ট-১ এ আনা হয়। কাশিমপুর কারাগার পার্ট-১ এর জেলার মো. আনোয়ার হোসেন জানান, শনিবার সকালে হাজতি খালেক হঠাৎ বুকে ব্যাথা অনুভব করেন। প্রথমে কারা হাসপাতালে ও পরে তাকে তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সাড়ে ১২টায় তার মৃত্যু হয়।
×