ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আকস্মিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ঠাকুরগাঁওসদর হাসপাতাল পরিদর্শন

প্রকাশিত: ০১:২৬, ১৮ ফেব্রুয়ারি ২০১৮

আকস্মিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের ঠাকুরগাঁওসদর হাসপাতাল পরিদর্শন

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও ॥ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবুল কালাম আজাদ রবিবার আকস্মিক ভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। এসময় তাঁর সাথে ছিলেন, সহকারী মহাপরিচালক ডাঃ শেখ হাসান ইমাম ও রংপুর বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ মোঃ মুস্তাফিজুর রহমান। পরে তিনি সিভিল সার্জন সভাকক্ষে হাসপাতালের সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় করেন। সভায় হাসপাতালসহ জেলার স্বাস্থ্য বিভাগের সার্বিক উন্নয়নের অগ্রগতি উল্লেখ্য করে জেলার মানুষের শতভাগ স্বাস্থ্যসেবা প্রদানে সকল সহায়তা কামনা করে বক্তব্য প্রদান করেন, জেলা প্রশাসক আব্দুল আওয়াল ও সিভিল সার্জন ডা: আবু মো: খয়রুল কবির। সভায় মহাপরিচালক তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের সময় স্বাস্থ্যসেবার ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আগামীতে কোন জটিল রোগের চিকিৎসার জন্য কাউকে দেশের বাইরে যেতে হবে না বরং অন্য দেশের মানুষ আমাদের দেশে চিকিৎসা নিতে আসবে। সরকারের স্বাস্থ্য বিভাগ সেই লক্ষ্য নিয়ে কাজ করছে। এজন্য তিনি সকল চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে শতভাগ সেবার মনোভাব নিয়ে কাজ করার আহবান জানান। সভার শুরুতে মহাপরিচালকের হাতে ক্রেস্ট ও ফুলেরডালী তুলে দিয়ে সংবর্ধনা জানানো। এর আগে মহাপরিচালক হাসপাতালের দুইশ’ পঞ্চাশ শয্যার জন্য নির্মিত ভবনের কাজ ঘুড়ে দেখেন এবং হাসপাতালে চিকিৎসারত রোগী ও তাদের অভিভাবকদের সাথে কথা বলে তাদের চিকিৎসার খোঁজ খবর নেন।
×