ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া

প্রকাশিত: ০২:২৬, ৮ ফেব্রুয়ারি ২০১৮

কিশোরগঞ্জে পুলিশ-বিএনপির সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে কিশোরগঞ্জে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রায় ঘোষণার পর বিকেলে জেলা শহরের আখড়াবাজার পিটিআই সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বিকেল পৌনে ৩টার দিকে জেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা আখড়াবাজার এলাকায় জড়ো হয়ে ওই এলাকায় মিছিল বের করে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানকে ধাওয়া করে তারা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিএনপি নেতাকর্মীরা। শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ সময় ইট-পাটকেলে বেশ কয়েকজন আহত হয়। পরে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোঁড়ে মিছিলকারীদের হটিয়ে দেয়। এ সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপরদিকে শহরের পুরানথানা এলাকায় একটি পিকআপ ভ্যান ভাঙচুর ও একরামপুরে একটি অটোতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এদিকে যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে ২ প্লাটুন বিজিবি, র্যাব-পুলিশসহ বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত শহরের সার্বিক পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে।
×