ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভবন দোতলা করার প্রতিবাদ

নিউমার্কেট ব্যবসায়ীদের অবরোধ- তাপসের আশ্বাসে প্রত্যাহার

প্রকাশিত: ০৫:২৭, ২৩ জানুয়ারি ২০১৮

নিউমার্কেট ব্যবসায়ীদের অবরোধ- তাপসের আশ্বাসে প্রত্যাহার

স্টাফ রিপোর্টার ॥ তিন দফা দাবিতে রাজধানীর নিউমার্কেট ভবন দোতলা করার সিদ্ধান্তের প্রতিবাদে নিউমার্কেট ক্রসিংয়ে রাস্তা বন্ধ করে বিক্ষোভ করছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতি। এতে মিরপুর রোডের নীলক্ষেত মোড়, ইডেন কলেজ, ঢাকা কলেজে সড়ক যান চলাচল বন্ধ হয়ে যায়। সোমবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা সড়ক অবরোধের ফলে মিরপুর রোড, নীলক্ষেত মোড়, ইডেন কলেজ, কাঁটাবন, ঢাবি সড়কসহ আশপাশ সড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। এ সময় সড়কগুলোতে দীর্ঘ লাইন করে যানবাহনগুলো নিথর দাঁড়িয়ে ছিল। এতে ভোগান্তিতে পড়ে যানবাহনের যাত্রীরা। গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যান শত শত যাত্রী। একই ভোগান্তিতে পড়ে শিক্ষার্থী ও সাধারণ মানুষ। ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জহির উদ্দিন জনকণ্ঠকে জানান, বিকেল পৌঁছে ৫টা দিকে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য সংসদ সদস্য ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বিক্ষোভ স্থলে আসেন। পরে তিনি ব্যবসায়ীদের দাবির প্রতি একাত্মতা জানিয়ে তাদের রাস্তা ছেড়ে দেয়ার অনুরোধ জানান। বিকেলে ৫টার দিকে তারা রাস্তা থেকে সরে যান। অবরোধ তুলে নেন। ব্যবসায়ীদের উদ্দেশে তাপস জানান, আমি আপনাদের সঙ্গে একমত। নিউমার্কেটের একটা নিজস্ব ঐতিহ্য আছে। সিটি কর্পোরেশন যে সিদ্ধান্ত নিয়েছে। তা তারা পুনর্বিবেচনা করবেন বলে আমার বিশ্বাস। আমি দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলব। আমি আপনাদের অনুরোধ করছি। আপনারা রাস্তাটি ছেড়ে দিন। এতে মানুষের কষ্ট হচ্ছে। এরপর ৫টার দিকে ব্যবসায়ীরা সড়ক থেকে সরে গেলে সড়কে যান চলাচল শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে তিন দফা দাবিতে নিউমার্কেটের ব্যবসায়ীরা দোকানপাট ও চার প্রবেশ মুখ বন্ধ করে নিউমার্কেটের দক্ষিণে দিকের ১ নম্বর গেটের সামনে সড়কে ও নীলক্ষেত অবস্থান নেন। সড়ক অবরোধ করেন। এতে নীলক্ষেত মোড় থেকে বিজিবির তিন নম্বর গেট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া নিউমার্কেট পুলিশ বক্সের সামনের চৌরাস্তা বন্ধ করে অবরোধের ফলে মিরপুর সড়ক টিচার্চ ট্রেনিং রোড পর্যন্ত বন্ধ যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মিরপুর রোডের গাড়িগুলো সায়েন্সল্যাব থেকে বাইপাস করে দেয়া হয়। ফলে গাবতলী থেকে সায়েন্সল্যাব পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়। এর প্রভাব আশপাশে সড়ক এলিফেন্ট রোড, কাঁটাবন, শাহবাগ সড়কটি তীব্র যানজট দেখা দেয়। এর লাগায়ো ঢাবি জহিরুল হক হল সড়ক, ইডেন কলেজ, আজিমপুর, পলাশী সড়কটি ভয়াবহ যানজট দেখা দেয়। এতে সড়কগুলোতে দীর্ঘ লাইন করে যানবহনগুলো নিথর দাঁড়িয়ে ছিল। এতে যানবাহনের যাত্রীরা ভোগান্তিতে পড়ে। গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যে যায় শত শত যাত্রী। এতে শিক্ষার্থী ও সাধারণ মানুষ হেঁটে গন্তব্যস্থলে পৌঁছতে দেখা দিয়েছে। নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম শাহীন জানান, তাদের তিন দাবি। নিউমার্কেট ভবন দোতলা করার সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের নির্দেশনা আছে জানিয়ে তিনি জানান, সেটা অমান্য করে মাস্টারপ্ল্যানের বাইরে ছাদে দোকান হচ্ছে। গত কয়েকদিন ধরে দক্ষিণ সিটি কর্পোরেশন মার্কেটের প্রথম গেট সংলগ্ন সমিতির ব্যবসায়ী অফিসের পাশে দোতালার ছাদ দিয়ে দোকান নির্মাণের পাঁয়তারা করছে। ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এটি বন্ধের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে ১ নম্বর গেটে বেআইনিভাবে পিলার বসিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং মার্কেটের দক্ষিণ-পশ্চিমে গাড়ি পার্কিংয়ের জায়গায় অবৈধভাবে ময়লার ডাম্পিং স্টেশন নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদ জানান তারা। এগুলো বন্ধের দাবিতে সোমবার দুপুর ১২টার দিকে নিউমার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ রেখে বিক্ষোভ করছেন ব্যবসায়ীরা। এগুলো বন্ধের সিদ্ধান্ত প্রত্যাহার না করা পর্যন্ত তারা দোকান বন্ধ রেখে বিক্ষোভ করবেন বলে জানান সমিতির সভাপতি শাহীন। তিনি জানান, এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসের হস্তক্ষেপ কামনা করছেন তারা। এ সময় নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কর্মসূচীতে বাক্কু শাহ মার্কেটের ব্যবসায়ীরাও সংহতি প্রকাশ করেন। বিক্ষোভরত নিউমার্কেটে অগ্রণী বেডিং নামে প্রতিষ্ঠানের ব্যবসায়ী নূরন্নবী জনকণ্ঠকে জানান, ডিএসসিসির কিছু অসৎ কর্মকর্তা নিউমার্কেটকে দ্বিতীয় তলা করতে চাচ্ছে। এটা ঐতিহ্যবাহী মার্কেটের অবকাঠামো নষ্ট করবে। আন্দোলনরত ব্যবসায়ীরা জানান, নিউমার্কেট ঐতিহ্যবাহী একটি মার্কেট। এখানে খোলামেলা পরিবেশে ক্রেতারা ৪৩৭ দোকান থেকে মনোরম পরিবেশে মালামাল কিনে বাড়ি ফিরছেন। অথচ গত কয়েকদিন ধরে দক্ষিণ সিটি কর্পোরশন একতলা এই মার্কেটের ঐতিহ্য নষ্ট করে ১৬৮ দোকান করার জন্য পাঁয়তারা শুরু করেছে। একটি পত্রিকা বিজ্ঞাপন দিয়ে আতঙ্ক ছাড়াচ্ছে ব্যবসায়ীদের মাঝে।
×