ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে শালিসে যুবক খুনের মামলায় গ্রেফতার ২

প্রকাশিত: ২৩:৩০, ২২ জানুয়ারি ২০১৮

শেরপুরে শালিসে যুবক খুনের মামলায় গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে বিচারাধীন হত্যা মামলার বিষয়ে আপোস-রফা করতে স্থানীয় শালিস বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে যুবক মিস্টার আলী খুনের মামলায় প্রধান আসামীসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে মামলার তদন্ত কর্মকর্তা এসআই হাবিবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রাজধানী ঢাকার টঙ্গি এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এরা হচ্ছে সদর উপজেলার চরপক্ষীমারী এলাকার মৃত আহর শেখের ছেলে ইদ্রিস আলী ওরফে গাছা ডাকাত (৪৬) ও বাহেজ উদ্দিনের ছেলে জুয়াল মিয়া (৩০)। বিকেলে পুলিশ রিমান্ডের আবেদনসহ তাদের আদালতে সোপর্দ করা হলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান মঙ্গলবার শুনানীর তারিখ ধার্যক্রমে তাদের জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম ওই ২ আসামী গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার অপরাপর আসামীদের গ্রেফতারেও পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। উল্লেখ্য, ১৯ জানুয়ারি রাতে বিচারাধীন একটি হত্যা মামলার বিষয়ে স্থানীয়ভাবে আপোস-রফার জন্য শালিস বৈঠকে বাদানুবাদের এক পর্যায়ে খুন হয় চরপক্ষীমারী ইউনিয়নের টাকিমারী গ্রামের মৃত শিকু মিয়ার ছেলে মিস্টার আলী। ওই ঘটনায় মিস্টার আলীর মা হরবালা বেগম বাদী হয়ে ইদ্রিস আলী গাছা কে প্রধান আসামীসহ ১৩ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ১২/১৩ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
×