ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গলাচিপায় হাতকড়াসহ পলাতক আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর

প্রকাশিত: ০২:৩৯, ২১ জানুয়ারি ২০১৮

গলাচিপায় হাতকড়াসহ পলাতক আসামির দুইদিনের রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পুলিশ প্রহরা থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়া দাগি আসামি সোহাগ পেয়াদা ওরফে ব্লেড সোহাগকে (৩০) রবিবার পটুয়াখালীর গলাচিপা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। পুলিশের পাঁচদিন রিমান্ড প্রার্থনার অপর একটি আবেদন শুনানির জন্য আদালতের বিবেচনাধীন রয়েছে। যা প্রথম রিমান্ড শেষ হলে শুনানি করা হবে। গলাচিপা থানার সংশ্লিষ্ট মামলার তদন্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গেছে, একাধিক মামলার দাগি আসামি গলাচিপা পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নূর ইসলাম পেয়াদার ছেলে সোহাগ পেয়াদা গত বুধবার দুপুরে পুলিশ প্রহরা থেকে হাতকড়াসহ পালিয়ে যায়। ঘটনার সময়ে পুলিশ সোহাগ পেয়াদাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসছিল। পরেরদিন বৃহস্পতিবার সকালে পুলিশ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের চরখালী গ্রাম থেকে সোহাগকে ফের গ্রেফতার করে। তবে তার আগে সোহাগ পেয়াদা বাউফল গিয়ে হাতকড়া খুলে ফেলে। পুলিশ ওই হাতকড়াটিও উদ্ধার করেছে। গলাচিপা থানার সেকেন্ড অফিসার এস আই মোঃ জাকারিয়া জানান, পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মিতু আখতারের দায়ের করা মামলায় সোহাগ পেয়াদার দুই দিনের রিমান্ড পাওয়া গেছে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য জেলহাজত থেকে আনা হচ্ছে। অপর একটি মামলায় তাকে আবারও রিমান্ডে আনার প্রস্তুতি চলছে। হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনায় সোহাগ পেয়াদার সহযোগীদের খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
×