ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কিশোরগঞ্জে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী তাহের গ্রেফতার

প্রকাশিত: ০০:৩১, ২০ জানুয়ারি ২০১৮

কিশোরগঞ্জে বিদেশি পিস্তলসহ সন্ত্রাসী তাহের গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ ॥ কিশোরগঞ্জে একাধিক মামলার আসামী তাহের বাহিনীর প্রধান আবু তাহেরকে (৫৫) গ্রেফতার করেছে র্যাব-১৪। এ সময় আসামীর বসতঘর তল্লাশী করে ১টি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, ৭ রাউন্ড গুলি ও ২টি ধাঁরালো অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ এম শোভন খান ও স্কোয়াড কমান্ডার এএসপি জুয়েল চাকমা’র নেতৃত্বে¡ শনিবার ভোররাতে নেত্রকোনার কেন্দুয়ার রাইজুরায় অভিযান চালিয়ে অস্ত্রসহ তাহেরকে গ্রেফতার করা হয়। র্যাবের পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, নেত্রকোনার কেন্দুয়ার রাইজুরা গ্রামের মৃত আঃ কাদিরের ছেলে আসামী আবু তাহের কেন্দুয়া থানার তালিকাভুক্ত একজন সন্ত্রাসী। তার বিরুদ্ধে একাধিক হত্যা ও চাঁদাবাজির মামলা রয়েছে। সে দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র নিজ দখলে রেখে এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ পরিচালনাসহ বিভিন্ন স্থানে অবৈধ অস্ত্র সরবরাহ করতো। আসামীর বিরুদ্ধে ১৮৭৮ সালের অৎসং অপঃ এর ১৯অ ধারা মোতাবেক কেন্দুয়া থানায় একটি মামলা দায়ের করা হবে।
×