ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেরপুরে শালিসে দু’পক্ষের সংঘর্ষে যুবক খুন

প্রকাশিত: ০০:০৫, ২০ জানুয়ারি ২০১৮

শেরপুরে শালিসে দু’পক্ষের সংঘর্ষে যুবক খুন

নিজস্ব সংবাদদাতা, শেরপুর ॥ শেরপুরে বিচারাধীন হত্যা মামলার বিষয়ে আপোস-রফা করতে স্থানীয় শালিস বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে মিস্টার আলী (৩২) নামে এক যুবক খুন হয়েছে। শুক্রবার রাতে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের টাকিমারী গ্রামে ওই ঘটনা ঘটে। নিহত মিস্টার স্থানীয় মৃত শিকু মিয়ার ছেলে। শনিবার দুপুরে জেলা সদর হাসপাতাল মর্গে ওই যুবকের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ওই ঘটনায় মিস্টার আলীর মা হরবালা বেগম বাদী হয়ে ১৩ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ১২/১৩ জনকে আসামী করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গত ৮ বছর আগে শেরপুর সদর উপজেলার টাকিমারী গ্রামে জনৈক কুদ্দুস হত্যা মামলার বিষয়ে আপোস-রফার জন্য শুক্রবার সন্ধ্যায় বাদী ও আসামীপক্ষ স্থানীয় মাতবরদের নিয়ে এক শালিস বৈঠকে বসে। বৈঠকের এক পর্যায়ে উভয় পক্ষ বাদানুবাদে জড়িয়ে পড়ে। ওইসময় বাদী পক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে মিস্টারের মাথায় লাঠি দিয়ে আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার সকালে মিস্টারের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, বিচারাধীন একটি হত্যা মামলার বিষয়ে আপোস-রফা করতে উভয় পক্ষের স্থানীয় শালিসে বাদানুবাদে মিস্টার আলী খুনের ঘটনায় হত্যা মামলা রুজু হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।
×