ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিরাজদিখানে অগ্নিকান্ডে ৩টি ঘর ভষ্মিভূত ,আহত ৫

প্রকাশিত: ০৩:৪৬, ১৮ জানুয়ারি ২০১৮

সিরাজদিখানে অগ্নিকান্ডে ৩টি ঘর ভষ্মিভূত ,আহত ৫

স্টাফ রিপোর্টার,মুন্সীগঞ্জ ॥ মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকান্ডে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতিসহ ৫ জন আহত হয়েছে। উপজেলার বাসাইল ইউনিয়নের চরবিশ্বনাথ গ্রামে গত বুধবার রাত ২টায় ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ওই গ্রামের দিলীপ মন্ডল (৪৪)-এর ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। পরে তা তার ভাই বলরাম মন্ডল(৪৬) ও মানিক মন্ডল (৩৮) ঘরে দ্রুত ছড়িয়ে পরে। এ সময় তিন ভাইয়ের তিনটি ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘরে থাকা সমস্ত মালামাল পুড়ে গিয়ে অন্তত ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। এসময় স্থানীয়রা আগুন নিয়ন্ত্রেণ করতে ও মালামাল সরাতে গিয়ে কমপক্ষে ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন, শান্তি সরকার(৩৫), চিত্ত সরকার(৪৮), মিরা মন্ডল(৩৫), সুবর্ণা মন্ডল(৩৫) বলরাম মন্ডল (৪৭)। আহতদের ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। শ্রীনগর ফায়ার সার্ভিস আসার আগেই এলাকাবাসী আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডের খবর পেয়ে বৃহস্পতিবার সকালে সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ, সিরাজদিখান-টঙ্গীবাড়ি (সার্কেল) এএসপি কাজী মাকসুদা লীমা, সিরাজদিখান থানার ওসি আবুল কালাম, সিরাজদিখান পূজাউদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ দাস পোদ্দার ও এলাকার বিভিন্ন দলের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুর রহমান বলেন, ধারনা করা হচ্ছে বৈদ্যতিক শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। ঘটনার সত্যতা স্বীকার করে সিরাজদিখান থানার নির্বাহী অফিসার তানবীর মোহাম্মদ আজিম বলেন, জেলা প্রশাসন থেকে ক্ষতি গ্রস্থদের আর্থিক সহযোগিতা করা হবে ।
×