ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জাপানের জলসীমায় ভেসে আসা নৌকা থেকে ৮ লাশ উদ্ধার

প্রকাশিত: ১৮:৪৯, ১৬ জানুয়ারি ২০১৮

জাপানের জলসীমায় ভেসে আসা নৌকা থেকে ৮ লাশ উদ্ধার

অনলাইন ডেস্ক ॥ জাপানের মধ্যাঞ্চলীয় উপকূল জলসীমায় ভেসে আসা একটি ভাঙ্গা নৌকা থেকে আটজনের লাশ উদ্ধার করা হয়েছে। এটি উত্তর কোরিয়ার নৌকা বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়। সিনিয়র পুলিশ কর্মকর্তা হিরোশি অ্যাবে বলেন, গত সপ্তাহ জাপানের মধ্যাঞ্চলীয় কানাজাওয়ায় ভেসে আসা ওই নৌকার ভিতর থেকে কোস্টগার্ড সদস্যরা সাতজনের লাশ উদ্ধার করে। এ নৌকার প্রায় ১৫ মিটার দূর থেকে আরো একজনের লাশ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, লাশগুলো পঁচা শুরু করায় এগুলো চিহ্নিত করা কঠিন হচ্ছে। লাশটি পঁচে গিয়েছিল। জাপান কোস্টগার্ড জানায়, গত বছর রেকর্ড সংখ্যক উত্তর কোরিয়ার মাছ ধরা নৌকা জাপানের জলসীমায় ভেসে আসে। ২০১৬ সালে এ সংখ্যা ৬৬ হলেও গত বছর এ সংখ্যা ছিল ১০৪। জাপান ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা বিরাজ করছে। কিন্তু তা সত্ত্বেও জাপানের কোস্টগার্ড সদস্যরা দেশটির জলসীমায় দুর্ঘটনা কবলিত উত্তর কোরীয় জেলেদের উদ্ধার করে থাকে।
×