ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

স্মার্ট জাতীয় পরিচয়পত্র মানুষের দূর্ভোগ লাঘব করবে ॥ হুইপ ইকবালুর রহিম

প্রকাশিত: ০৩:১৩, ১৫ জানুয়ারি ২০১৮

স্মার্ট জাতীয় পরিচয়পত্র মানুষের দূর্ভোগ লাঘব করবে ॥  হুইপ ইকবালুর রহিম

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি বলেন, পড়ালেখা, ব্যবসা-বাণিজ্য, জমি কেনা-বেচাসহ সর্বক্ষেত্রেই এই কার্ড আপনাদেরকে বাংলাদেশের সু-নাগরিক হিসেবে পরিচিত করবে। জাল বা ভূয়া এ ধরনের কোন কর্মকান্ড বা দালালদের খোপ্পর থেকে জনগন রক্ষা পাবে। আর এটাই হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ। তথ্য প্রযুক্তির এ যুগে বাংলাদেশের ১৬ কোটি মানুষকে ডিজিটাল বাংলাদেশের আওতায় আনা হবে। যার ফলে দেশে বিদেশের সাথে প্রতিটি মানুষ যোগাযোগ স্থাপন করতে পারবে। প্রতিটি মানুষের উন্নয়ন ও অগ্রগতি বাড়বে। ১৫ জানুয়ারী সোমবার দুপুরে হুইপ ইকবালুর রহিম এমপি দিনাজপুর একাডেমী হাই স্কুল মাঠে সদর উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দিনাজপুর জেলা নির্বাচন অফিসার মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলার নির্বাচন অফিসার মোঃ মাহমুদ হাসান। এসময় সদর উপজেলা ৩ লক্ষ ৪১ হাজার ১০১টি স্মার্ট জাতীয় পরিচয়পত্র ২৪ এপ্রিল পর্যন্ত বিতরন করা হবে বলে নির্বাচন কর্মকর্তা জানান।
×