ঢাকা, বাংলাদেশ   শনিবার ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১

‘আন্ডার কন্সট্রাকশন’ এবার সিলেটে

প্রকাশিত: ০৪:৩০, ১৫ জানুয়ারি ২০১৮

‘আন্ডার কন্সট্রাকশন’ এবার সিলেটে

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা শহরের প্রেক্ষাপটে মধ্যবিত্ত এক নারীর আত্ম-অনুসন্ধানের কাহিনীর চলচ্চিত্র ‘আন্ডার কন্সট্রাকশন’। চলচ্চিত্রটি গত বছরের ২২ জানুয়ারি ঢাকার বিভিন্ন হলে মুক্তি পায়। সাংস্কৃতিক মহলে ব্যাপক প্রশংসিত হয় চলচ্চিত্রটি। চলচ্চিত্রের পরিচালক রুবাইয়েত হোসেন সে সময় ঘোষণা দিয়েছিলেন শুধু ঢাকা নয় ‘আন্ডার কন্সট্রাকশন’ দেখবে সারাদেশের মানুষ। এরই মধ্যে ঢাকার বাইরে বেশ কয়েকটি জেলায় চলচ্চিত্রটির প্রদশর্নী হয়েছে। আর এই ধারাবাহিকতায় চলচ্চিত্রটি সিলেটে প্রদর্শিত হতে যাচ্ছে। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সেন্ট্রাল অডিটরিয়ামের সামনে আগামী ১৬ ও ১৭ জানুয়ারি মঙ্গল ও বুধবার চলচ্চিত্রের বিশেষ প্রদর্শনী হবে। ওই দুই দিন বিকেল সাড়ে তিনটা এবং সন্ধ্যা ৬টায় দুটি করে চারটি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সিলেট অর্জুনতলা চোখ ফিল্ম সোসাইটির টেন্ট এবং শোর আগে সেন্ট্রাল অডিটরিয়ামের সামনে টিকেট পাওয়া যাবে। চলচ্চিত্রটি মুক্তির পর থেকে সিয়েটলেও, লোকার্নো, ওমেন মেইকস ওয়েবস, কেরালা, বোগতা, সাও পাওলো, মনট্রিয়ালসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত হয়। চলচ্চিত্রে রয়া চরিত্রে অভিনয় করেছেন বলিউডের অভিনেত্রী শাহানা গোস্বামী। আর বলিউডের অভিনেতা রাহুল বোসকে দেখা যাবে নাট্যদলের তত্ত্বাবধায়ক চরিত্রে। চলচ্চিত্রে শাহানার স্বামীর চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের অভিনয়শিল্পী শাহাদাত। অন্য অভিনয়শিল্পীরা হলেনÑ মিতা চৌধুরী, তৌফিকুল ইসলাম ইমন, টোকাই নাট্যদলের রিকিতা নন্দিনী শিমু প্রমুখ। ‘আন্ডার কন্সট্রাকশন’ চলচ্চিত্রে তিনটি গান রয়েছে। এর মধ্যে অর্ণবের সঙ্গীতায়োজনে ‘তোমায় গান শোনাব’ ও ‘পৌষ তোদের ডাক দিয়েছে’ রবীন্দ্রসঙ্গীত দুটি গেয়েছেন শাহানা বাজপেয়ি। পুরো চলচ্চিত্রের আবহসঙ্গীত করছেন অর্ণব।
×