ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পটিয়ায় নির্মানাধীন শহীদ মিনার ভাঙচুর

প্রকাশিত: ০২:৩৬, ১৩ জানুয়ারি ২০১৮

পটিয়ায় নির্মানাধীন শহীদ মিনার ভাঙচুর

নিজস্ব সংবাদদাতা,পটিয়া ॥ পটিয়া উপজেলার কোলাগাঁও ইউনিয়নে নির্মাণাধীন একটি শহীদ মিনার ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার রাতে যে কোন এক সময় ওই ইউনিয়নের কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্র্মানাধীন শহীদ মিনারটি ভাঙচুর করা হয়। বিষয়টি উপজেলা প্রশাসনকে মৌখিকভাবে অবগত করা হয়েছে। জানা গেছে, উপজেলার কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কমিটির সহ-সভাপতি মো. জামাল উদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে একটি শহীদ নির্মাণের কাজ গত এক মাস আগে শুরু হয়। শহীদ মিনারের পিলার ইতোমধ্যে জমানো হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ডেজি প্রভা বড়–য়া জানিয়েছেন, কে কারা নির্মানাধীন শহীদ মিনার ভাঙচুর করেছে তা জানেন না। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. জামাল উদ্দিন জানিয়েছেন, একটি পক্ষ দীর্ঘদিন ধরে এলাকায় নানা বিষয়ে বিশৃঙ্খলা সৃষ্টি যাচ্ছে। তার ব্যক্তিগত অর্থায়নে কোলাগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনারটি নির্মাণ করছিলেন। নির্মানাধীন শহীদ ভাংচুরের বিষয়টি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ হারুনকে জানানো হয়েছে। কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ নূর বিষয়টি স্বীকার করেছেন। তিনি জানিয়েছেন কে কা কারা নির্মাণাধীন শহীদ ভাঙচুর করেছে তা তিনি জানেন না। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে। জড়িতদের গ্রেফতারের দাবি জানানো হয়।
×