ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে বয়ান অব্যাহত

প্রকাশিত: ১৭:৪৯, ১৩ জানুয়ারি ২০১৮

ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে বয়ান অব্যাহত

অনলাইন রির্পোটার ॥ ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন আজ শনিবার। দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লির আল্লাহু আকবর ধ্বনিতে মুখর গাজীপুরের বিশ্ব ইজতেমা ময়দান। তুরাগ নদীর তীরে ইজতেমা মাঠে লাখ লাখ মুসল্লির উপস্থিতিতে চলছে পবিত্র কোরআন-হাদিসের আলোকে বয়ান। জানা গেছে, শনিবার বাদ ফজর বয়ান করেন বাংলাদেশের মাওলানা মো. নূরুর রহমান। এছাড়া দ্বিতীয় দিন বয়ান করবেন বাংলাদেশের মাওলানা ড. মো. জাহাদ, মাওলানা ফারুক হোসেন, মাওলানা মো. নূরুর রহমান। উত্তরের শৈত্যপ্রবাহ আর কনকনে শীত উপেক্ষা করে লাখো মুসল্লি বয়ান, তাশকিল, তাসবিহ-তাহলিলে কাটাচ্ছেন। তবে তীব্র শীতের কারণে বিশেষ প্রয়োজন ছাড়া মুসল্লিদের প্যান্ডেলের বাইরে যেতে দেখা যায়নি। শীত বস্ত্র মুড়ি দিয়ে ইজতেমায়ী কার্যক্রমে অংশগ্রহন করেন তারা। আজ দ্বিতীয় দিনে হেদায়েত ও তাশকিলের বয়ান হবে। কাল আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শেষ হবে। আগামী ১৯ জানুয়ারি শুরু হবে ৩ দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। দ্বিতীয় পর্বে যোগ দেবেন দেশের ১৬টি জেলার মুসল্লিরা। ইজতেমাকে ঘিরে ৮ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী
×