ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

শাবিতে চারদিনব্যাপী নাট্যোৎসব শুরু

প্রকাশিত: ২২:৩৪, ১১ জানুয়ারি ২০১৮

শাবিতে চারদিনব্যাপী নাট্যোৎসব শুরু

শাবি সংবাদদাতা ॥ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাট্য সংগঠন ‘থিয়েটার সাস্ট’র আয়োজনে চারদিনব্যাপী নাট্যোৎসব শুরু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ উৎসবের উদ্বোধন করেন অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস। অনুষ্ঠান চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। ‘বন্ধনের বিশ, ভালোবাসা অহর্নিশ’ স্লোগানকে সামনে রেখে সংগঠনের দুই দশক পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান ‘নাট্যোৎসব ও পুর্নমিলনী’ আয়োজক কমিটির আহ্বায়ক সাব্বির আহমেদ রাজু। উদ্বোধন শেষে মুক্তমঞ্চের সামনে থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে সংগঠনটি। এসময় সংগঠনের বর্তমান ও পুরাতন সদস্যসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও সিলেটের বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। রাজু বলেন, অনুষ্ঠানের প্রথমদিন বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সংগঠনের প্রযোজনায় পরিবেশিত হবে নাটক ‘হাসন রাজা’। এটি সংগঠনের ৩১তম প্রযোজনা। এছাড়া ১৩ জানুয়ারি (শনিবার) প্রাঙ্গণেমোর নাট্য দলের পরিবেশনায় নাটক ‘কনডেমড সেল’ ও ১৪ জানুয়ারি (রবিবার) ‘মনিপুরি থিয়েটার’ এর পরিবেশনায় ‘ইঙ্গাল আধার পালা’ নাটক মঞ্চায়িত হবে। প্রতিদিন সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে নাটকগুলোর মঞ্চায়ন হবে। এর মধ্যে ১২ জানুয়ারি সংগঠনের বর্তমান ও পুরাতন সদস্যদের নিয়ে প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।
×