ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভোলা পৌরসভার মহা পরিকল্পনা প্রণয়নে ড্রোন উড্ডয়ন

প্রকাশিত: ২২:০২, ১১ জানুয়ারি ২০১৮

ভোলা পৌরসভার মহা পরিকল্পনা প্রণয়নে ড্রোন উড্ডয়ন

জেলা প্রতিনিধি, ভোলা ॥ মাষ্টার প্লানসহ ভোলা পৌরসভার অব কাঠামোগত উন্নয়ন প্রকল্পের আওতায় আধুনিক ভোলা পৌরসভা গড়তে ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের লক্ষে ভোলা পৌর এলাকায় আধুনিক উন্নত প্রযুক্তির ড্রোন উড্ডায়ন করা হয়েছে। পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, আধুনিক প্রযুক্তি সম্পন্ন ড্রোন উড্ডায়নের মাধ্যমে সার্ভে ক্যামেরা দিয়ে ডিজিটাল এরিয়াল ইমেজ গ্রহণ করা হচ্ছে। ওই ইমেজ বিশ্লেষন পূর্বক ত্রি-মার্ত্রিক ডিজাইন সম্পন্ন করা হবে। তিনি আরো জানান, ভোলা পৌর সভাকে আধুনিক নগর হিসেবে গড়ে তোলার লক্ষে ত্রয়ী এসোসিয়েটকে পরামর্শক প্রতিষ্ঠান হিসাবে নিয়োগ প্রদান করা হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে ওই প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ মহা পরিকল্পনা কাজ সম্পন্ন করবে। তারা ড্রোন উড্ডায়নের মাধ্যমে ভোলা পৌরসভা ও সংলগ্ন ৫০ বর্গ কিলোমিটার এলাকা ঘিরে এ জরিপ কার্যক্রম করবে। এতে ব্যয় হবে প্রায় ১ কোটি ২৫ লক্ষ টাকা। বিশাল এই দীর্ঘ মেয়াদী পরিকল্পনা প্রনানয়ন করবেন হাতিরঝিল প্রকল্পের প্রক্ষ্যাত স্থাপতি ইকবাল হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনার চেয়ারম্যান ড. মাকসুদুল হক, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনার চেয়ারম্যান ড. একেএম আবুল কালাম। এদিকে বুধবার বিকালে শহরের ডোম পট্টি এলাকায় এ ড্রোন উড্ডয়ন কালে কালে এ সময় উপস্থি ছিলেন, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান , পৌরসভার নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, পৌর কাউন্সিলর মাইনুল ইসলাম শামিম, ত্রয়ী এসোসিয়েটের চেয়ারম্যান নগর পরিকল্পনাবিদ ফজলে রাব্বি সুমন, প্রকৌশলী নুর আল আজাদ রাসেল প্রমুখ।
×