ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে গণতন্ত্রের বিজয় অনুষ্ঠানে হামলায় তিনজন আহত

প্রকাশিত: ০১:৩২, ৫ জানুয়ারি ২০১৮

বরিশালে গণতন্ত্রের বিজয় অনুষ্ঠানে হামলায় তিনজন আহত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার বানারীপাড়া উপজেলা আওয়ামীলীগের গণতন্ত্রের বিজয় দিবসের আলোচনা সভায় শুক্রবার বেলা এগারোটায় পদ বঞ্চিত যুবলীগ নেতাকর্মীদের হামলায় ইউপি চেয়ারম্যানসহ তিনজন গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ১০টায় গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও তার সকল সহযোগী সংগঠনের উদ্যোগে র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে আলোচনা সভায় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আলহাজ গোলাম ফারুকের বক্তব্য চলাকালীন যুবলীগের পদ বঞ্চিত নেতাকর্মীরা মিছিল সহকারে সভার স্থলে প্রবেশ করে উপজেলা যুবলীগের সভাপতি মহসিন রেজার ওপর চেয়ার নিয়ে অর্তকিত হামলা চালায়। এসময় তাকে রক্ষা করতে গিয়ে উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহিদুর রহমান সোহাগ আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত উপজেলা যুবলীগের সভাপতি মহসিন রেজা জানান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হুদা তালুকদার, মুন্তাকিম লস্কর কায়েস, সুমন রায় ও র্যাবের অস্ত্র মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি (বর্তমানে জামিনে মুক্ত) তপুর নেতৃত্বে এ হামলা চালানো হয়। হামলার সময় সভার প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস ঘটনাস্থলেই উপস্থিত ছিলেন। হামলার পর সভা শেষ না করেই এমপির নেতৃত্বে র্যালী বের হয়ে বাসষ্ট্যান্ডে গিয়ে শেষ হয়। হামলার সাথে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক নুরুল হুদা তালুকদার জানান, সভায় সিনিয়র নেতৃবৃন্দরা চেয়ারে বসতে না পারায় অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। উল্লেখ্য, প্রায় এক যুগ পর গত ১৪ ডিসেম্বর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট ফজলুল করিম সাহিন স্বাক্ষরিত একপত্রের মাধ্যমে মহসিন রেজাকে সভাপতি, মাইনুল ইসলাম রুমানকে সাধারণ সম্পাদক ও শফিকুল ইসলাম জুলহাসকে যুগ্ম সম্পাদক করে উপজেলা যুবলীগের কমিটি গঠণ করা হয়। এ কমিটির বিরুদ্ধে ক্ষোভে ফেঁটে পরে পদ বঞ্চিত সাবেক ছাত্রলীগ নেতাকর্মীরা। এ কমিটির বিরুদ্ধে পাল্টা কমিটি ঘোষণা করেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জাকির হোসেন।
×