ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি নেত্রী জনগনকে ব্লাকমেইল করছে ॥ সেতুমন্ত্রী

প্রকাশিত: ২৩:৩০, ৩ জানুয়ারি ২০১৮

বিএনপি নেত্রী জনগনকে ব্লাকমেইল করছে ॥ সেতুমন্ত্রী

পার্বত্যাঞ্চল প্রতিনিধি, খাগড়াছড়ি ॥ খাগড়াছড়িতে সফরকালে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ আসন্ন নির্বাচন শেখ হাসিনার অধীনে নয়; নির্বাচন কমিশনের অধীনে হবে। হেরে যাওয়ার ভয়ে বিএনপি নেত্রী জনগনকে ব্লাকমেইল করছে। বুধবার দুপুরে খাগড়াছড়ির রামগড়ে নির্মিতব্য বাংলাদেশ-ভারত মৈত্রি সেতু-১ নিয়ে ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি আরো বলেন, ফেনি নদীর উপর রামগড়-সাবব্রুম হয়ে নির্মান হতে যাওয়া বাংলাদেশ-ভারত মৈত্রি সেতুর কিছু জটিলতা এবং বিদ্যুৎ, পানিসহ ভারতের কিছু চাহিদা আছে। সেগুলো জানুয়ারীর মধ্যে সমাধান করে ফেব্রুয়ারীর শুরুর দিকে সেতুর কাজ পুরোদমে শুরু হবে বলেও জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা। এসময় হর্ষ বর্ধন শ্রিংলা বলেন,গত ১০ বছরে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক এগিয়েছে। এই সেতু দুই দেশের জন্য অনেক দরকারি। সেতুটি নির্মান করা হলে দুই দেশের মধ্যে সম্পর্ক অনেক এগিয়ে নিয়ে যাবে। ভারত ও বাংলাদেশ বিভিন্ন সংযোগ প্রকল্প একযোগে কাজ করছে তার মধ্যে ফেনি নদীর ওপর প্রস্তাবিত সেতু তেমনি একটি প্রকল্প। এটি দক্ষিন ত্রিপুরা ও বাংলাদেশের বাণিজ্যিক রাজধানীর মধ্যে সরাসরি সংযোগ সড়কের ব্যবস্থা করবে। এদিকে রামগড়ের সোনাইপুল এলাকার বাংলাদেশ-ভারত মৈত্রি সেতু-১ এর স্থান পরিদর্শণ করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মোঃ রাশেদুল ইসলাম, পুলিশ সুপার আলী আহম্মদ খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন মিয়া, রামগড় পৌর মেয়র মোঃ শাহাজানাহন রিপন প্রমুখ। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতুসহ মেগা প্রকল্প বাস্তবায়ন দেখে খালেদা জিয়ার গাত্রদাহ শুরু হয়েছে। বুধবার খাগড়াছড়ির রামগড়ে সরকারি সফরে আসবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং সফরকালে তাঁরা রামগড়ের ফেনী নদীর উপর নির্মানাধীন বাংলাদেশ-ভারত মৈত্রি সেতু-১ এর কাজ পরিদর্শন করবেন। ভারতের অর্থায়নে সেতুটি নির্মান করা হবে। জানা গেছে, সেতুটির দৈর্ঘ্য হবে ১৫০ মিটার। ধারনা করা হচ্ছে ২০১৯ সালের মধ্যে সেতুটির নির্মান কাজ শেষ হবে। গত ৬জুন ঢাকা সফরের সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেনী নদীর ওপর রামগড়-সাবরুম মৈত্রি সেতু ১এর ভিত্তি প্রস্তর উন্মোচন করেন। রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন মিয়া জানান, ‘ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং ভারতীয় হাই কমিশনার বাংলাদেশ-ভারত মৈত্রি সেতু-১ এর কাজসহ এরসাথে সংশ্লিষ্ট বেশি কিছু কাজ পরিদর্শন করবেন। ইতিমধ্যে আমরা সব প্রস্তুতি শেষ করেছি।
×