ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

টঙ্গীতে যুবলীগের বিশাল বিজয় র‌্যালী

প্রকাশিত: ০৪:১৫, ৩০ ডিসেম্বর ২০১৭

টঙ্গীতে যুবলীগের বিশাল বিজয় র‌্যালী

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী ॥ গাজীপুর মহানগর যুবলীগের উদ্যোগে টঙ্গীতে এক বিশাল বর্ণাঢ্য বিজয় র্যালী অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সংসদ সদস্য মোঃ জাহিদ আহসান রাসেল এমপি’র নেতৃত্বে র্যালীটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। এসময় র্যালীতে অন্যান্যের মধ্যে অংশ নেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমত উল্লা খান, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আজাহার উদ্দিন, মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সরকার রাসেল, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, বিল্লাল হোসেন মোল্লাসহ মহানগর যুবলীগ নেতৃবৃন্দ। সকাল ১০টা থেকে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকা থেকে বাদ্যযন্ত্র বাজিয়ে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু শ্লোগান দিতে দিতে রং বেরঙ্গের ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে কয়েক হাজার যুবলীগ নেতাকর্মী টঙ্গী কলেজ গেট এলাকায় জড়ো হতে থাকে। এখান থেকে বেলা ১২টার দিকে হাজার হাজার যুবলীগ নেতাকর্মীসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীর বিশাল বিজয় মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে টঙ্গী বাজার হয়ে টঙ্গী স্টেশন রোড দিয়ে নতুন বাজার দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধ ও বিজয়ের ৪৬ বছরের ওপর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এ সময় মিছিলের নেতৃত্বদানকারী স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এ বিশাল সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, মহান বিজয় দিবস বঙ্গবন্ধুর একক নেতৃত্বে ত্যাগ তিতীক্ষার ও জেল জুলুমের ফসল আজকের এই বিজয় দিবস। আগামী দিনে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আমাদের এই বিজয় দিবসের প্রেরণাকে আগামী নির্বাচনে বিজয় ছিনিয়ে আনতে হবে। বিভিন্ন এলাকা থেকে বিজয় র্যালীতে যোগ দিতে আসা বাদ্যযন্ত্র বাজিয়ে আসা বেশ কয়েকটি মিছিলের অগ্রভাগে হলুদ শাড়ি পরা নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এছাড়া সাজানো ছিল ছোট-বড় ট্রাক এবং তরুণ যুবকদের মোটরসাইকেলের বহর। ট্রাকগুলো সাজানো ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা এবং স্থানীয় প্রয়াত সংসদ সদস্য শহীদ আহসান উল্লাহ মাস্টার ও বর্তমান সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, কেন্দ্রীয় যুবলীগ সভাপতি উমর ফারুক, স্থানীয় যুবলীগ নেতা সাইফুল ইসলাম, বিল্লাল হোসেন মোল্লা, বদরুল আলম পাশা, কাইয়ুম সরকার, আমান উদ্দিন সরকারসহ বিভিন্ন নেতাদের ছবি সম্বলিত ব্যানার ও ফেস্টুন। মিছিলে অংশগ্রহণকারীদের মাথায় ছিল জাতীয় পতাকা সম্বলিত লাল সবুজ পতাকা। হাতে ছিল জাতীয় পতাকার ষ্টীকার। তারা নেচে গেয়ে এবং শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলে টঙ্গীর পুরো শিল্প শহরকে।
×