ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে দুটি ইউপি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী

প্রকাশিত: ২০:৪৬, ২৯ ডিসেম্বর ২০১৭

হবিগঞ্জে দুটি ইউপি নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী বিজয়ী

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ কঠোর নিরাপত্তা বলয়, নারী-পুরুষ ভোটারদের ব্যাপক উপস্থিতি আর ব্যাপক উৎসাহ-উদ্দিপনায় গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলাধীন নুরপুর ও ব্রাম্মণডোরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়ে গলায় পড়েছেন গোলাপ সহ নানা রঙ-বেরঙের ফুলের মালা। নরপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন, মুখলিছ মিয়া এবং ব্রাম্মণডোরা ইউনিয়নে আদিল হোসেন জজ মিয়া। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে বেসরকারী ভাবে বিজয়ী ওই প্রার্থীদের নাম ঘোষনা করেন রির্টানিং অফিসার তপন জ্যোতি সেন। এদিকে শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন উপহার দিতে জেলা প্রশাসক মনীষ চাকমা, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, এডিশনাল এসপি মোঃ হায়াতুন্নবী, অতিরিক্ত জেলঅ প্রশাসক (সার্বিক), ফজলুল জাহিদ পাভেল, বিজ্ঞ এডিএম মোঃ তারেক জাকারিয়া ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এ,টি,এম আজহারুল ইসলাম সহ জেলা ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা দিনভর সংশ্লিষ্ট দুটি ইউনিয়নের প্রতিটি ভোট কেন্দ্র পরিদর্শন সহ তীক্ষ দৃষ্টিতে রাখেন। এছাড়া র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সহ গোয়েন্দা সদস্যরাও ছিল ব্যাপক তৎপর। ভোটের ফলাফল অনুযায়ী নরপুর ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে বিজয়ী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মুখলিছ পেয়েছেন ৩ হাজার ৩’শ ২৪ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি সমর্থিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান গোলাম কিবরিয়া বেলাল পেয়েছেন ২ হাজার ৫’শ ৮৬ ভোট। এদিকে ব্রাম্মডোরা ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত বিজয়ী প্রার্থী আদিল হোসেন জজ ৩ হাজার ৩’শ ৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সতন্ত্র প্রার্থী প্রার্থী তাজুল ইসলাম রনু ১ হাজার ৬’শ ১০ ভোট। ভোটাররা ছাড়াও নির্বাচনে অংশগ্রহনকারী বিজয়ী এবং পরাজিত সকল প্রার্থীরাই তাৎক্ষনিক তাদের প্রতিক্রিয়ায় ফলাফল মেনে নিয়ে সংশ্লিষ্ট নির্বাচন অত্যন্ত শান্তিপূর্ণ এবং অবাধ হয়েছে বলে মন্তব্য করেছেন।
×